'আবার বিবাহ অভিযান'! ফের পর্দায় গণশা-মালতীদের গল্প, সঙ্গে থাকছে নয়া চমক

Last Updated:

bibaho obhijaan 2 : নভেম্বরেই 'বিবাহ অভিযান ২' -এর শ্য়ুটিং শুরু হয়ে গিয়েছে...

#কলকাতা: গণশা-মালতীর মজার প্রেম কাহিনী মনে আছে তো? গাঁদা ফুল দিয়ে সেই অতি চর্চিত প্রপোজাল? আচ্ছা অনির্বাণ ভট্টাচার্যের সেই পর্দা কাঁপানো সংলাপ? 'আর হাবিবি, ঝাল খাবি কি?' হ্যাঁ একদম ঠিক ধরেছেন, কথা হচ্ছে 'বিবাহ অভিযান'-এর। ২০১৯-এ মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্ত পরিচালিত, এসভিএফ প্রযোজিত ছবিটি। তিন বছর পর ফের ছবির দ্বিতীয় পর্ব আসছে। এইবার এই রোম্যান্টিক ড্রামা পরিচালনা করছেন সৌমিক হালদার।
advertisement
advertisement
নভেম্বরেই 'বিবাহ অভিযান ২' -এর শ্য়ুটিং শুরু হয়ে গিয়েছে। ছবির শ্যুটিংয়ের বেশীরভাগটাই হবে বিদেশে। থাইল্যান্ড থেকে একাধিক ছবি পাঠিয়েছেন অভিনেতারা তাঁদের নেটমাধ্যমে। সম্প্রতি রুদ্রনীল ঘোষ তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলেন। স্যুইমিং পুলের সামনে বসে অনির্বাণ ভট্টাচার্য, সৌরভ দাস, অঙ্কুশ হাজরা এবং রুদ্রনীল ঘোষ গলা জড়িয়ে বসে রয়েছেন একে অপরের। ক্যপশনে লেখেন "আবার বিবাহ অভিযান "।
advertisement
'বিবাহ অভিযান ২' নিয়ে জল্পনার শেষ নেই। ২০১৯ সালের সুপারহিট ছবির গল্প লিখেছিলেন রুদ্রনীল ঘোষ। ছবির পরিচালক ছিলেন বিরসা দাশগুপ্ত। ছবিতে অভিনয় করেছিলেন, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, অঙ্কুশ হাজরা, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, নুসরত ফারিয়া। শোনা গিয়েছিল, সেই ছবির সিক্যুয়েল তৈরি হবে। বিরসাই পরিচালনা করবেন। কিন্তু দিন কয়েক আগে জানা গিয়েছে, বিরসা নয়, নতুন ছবির নির্দেশক হিসেবে এসভিএফ বেছে নিয়েছে সায়ন্তন ঘোষালকে। এ বার টলিপাড়ায় গুঞ্জন রটেছিল, সেই ছবির কাজ নাকি বন্ধ। কিন্তু কেন?
advertisement
জল্পনার মাঝেই ছবির এক নায়ক অঙ্কুশ নিউজ18 বাংলা-কে জানালেন রুদ্রনীলের বাড়ি বসেই ছবির গল্প শুনেছিলেন তিনি।
'বিবাহ অভিযান' বক্স অফিসে যথেষ্ট হিট। সোশ্যাল মিডিয়া জুড়ে আজও দেখা যায় ছবির নানা সংলাপ, মজার ভিডিও। বহু দর্শক বেশ কিছুদিন ধরেই চাইছিলেন সিক্যুয়েল আসুক...
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'আবার বিবাহ অভিযান'! ফের পর্দায় গণশা-মালতীদের গল্প, সঙ্গে থাকছে নয়া চমক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement