Bhaswar Chatterjee : দু’জনের দেখা তরুণ মজুমদারের স্মরণসভায়, ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর সঙ্গে নিজস্বী পোস্ট ভাস্বরের

Last Updated:

Bhaswar Chatterjee : ভাস্বর জানিয়েছেন অয়নের সঙ্গে তিনি ২০০৫ সালে অভিনয় করেছিলেন তরুণ মজুমদারেরই স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ও আমার দেশের মাটি’-তে

অয়নের সঙ্গে তিনি ২০০৫ সালে অভিনয় করেছিলেন তরুণ মজুমদারেরই স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ও আমার দেশের মাটি’-তে
অয়নের সঙ্গে তিনি ২০০৫ সালে অভিনয় করেছিলেন তরুণ মজুমদারেরই স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ও আমার দেশের মাটি’-তে
কলকাতা : তরুণ মজুমদারই তাঁকে এনেছিলেন ছায়াছবির দুনিয়ায়৷ তিনি হয়ে উঠেছিলেন দর্শকদের নয়ণের মণি৷ কৈশোরের পরও অভিনয় করেছেন ক্বচ্চিৎ৷ কিন্তু সিনেমাকে প্রধান পেশা হিসেবে গ্রহণ করেননি অয়ন বন্দ্যোপাধ্যায়৷ তিনি হয়েছিলেন ব্যাঙ্ক চাকুরে৷ দীর্ঘ দিন অন্তরালে থাকার পর অবশেষে আবার তরুণ মজুমদারের প্রয়াণে সকলে দেখতে পেলেন ‘শ্রীমান পৃথ্বীরাজ’ কে৷ এ বার তাঁর সঙ্গে ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়৷ দু’জনের দেখা হয়েছিল প্রয়াত পরিচালকের স্মরণসভায়৷
ভাস্বর জানিয়েছেন অয়নের সঙ্গে তিনি ২০০৫ সালে অভিনয় করেছিলেন তরুণ মজুমদারেরই স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ও আমার দেশের মাটি’-তে ৷ যশস্বী পরিচালকের স্মরণসভায় দেখা হতেই অয়ন নিজে এগিয়ে এসে কথা বলেন ভাস্বরের সঙ্গে ৷ তার পরই নিজস্বীপর্ব৷ পর্দার শ্রীমান পৃথ্বীরাজের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন ভাস্বর ৷ তরুণ মজুমদার পরিচালিত সুপারহিট ছবি ‘শ্রীমান পৃথ্বীরাজ’ মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে ৷ আইকনিক এই ছবিতেই দর্শকদের সামনে আসেন অয়ন বন্দ্যোপাধ্যায় ৷ ছবির বাইরে তাঁর নাম পার্থসারথি ৷
advertisement
নায়িকাদের মতো নায়কের জন্যও নতুন নাম ছিল তরুণ মজুমদারের ঝুলিতে ৷ ১৯৬৭ সালে মুক্তি পাওয়া তাঁর আর এক বক্স অফিসে চূড়ান্ত সফল ছবি ‘বালিকা বধূ’-র নায়কের নাম ছিল পার্থসারথি মুখোপাধ্যায়৷ তাই ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর নায়কের নাম তরুণ মজুমদার রাখলেন ‘অয়ন৷’
advertisement
আরও পড়ুন :  ললিত বোধহয় জানেনও না আসলে তাঁর প্রেয়সী সুস্মিতাকে সবথেকে বেশি ভালবাসেন ইনি
পরবর্তীতে অভিনয়কে মূল পেশা হিসেবে গ্রহণ না করলেও আরও কিছু ছবিতে অভিনয় করেছিলেন অয়ন ৷ সেগুলির মধ্যে অন্যতম তরুণ মজুমদারের ‘দাদার কীর্তি’, ‘মেঘমুক্তি’, ‘পথ ও প্রাসাদ’ এবং ঋতুপর্ণ ঘোষের ‘হীরের আংটি’ ৷ ‘দাদার কীর্তি’ ছবিতে সন্তু এবং বীণার ভূমিকায় অয়ন বন্দ্যোপাধ্যায় ও দেবশ্রী রায়ের জুটি চূড়ান্ত জনপ্রিয় হয় ৷ তবে দর্শকদের কাছে তিনি এক ও অদ্বিতীয় শ্রীমান পৃথ্বীরাজ ৷
advertisement
আরও পড়ুন :  ঐশ্বর্য নাকি আবার অন্তঃসত্ত্বা, বলিউডের অন্দরমহলে তীব্র গুঞ্জন
অন্যদিকে, ভাস্বর অভিনয় করেছিলেন ২০০৩ সালে মু্ক্তি পাওয়া তরুণ মজুমদারের ছবি ‘আলো’-য় ৷ সেই ছবির শ্যুটিঙের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রয়াত পরিচালকের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন ভাস্বর ৷ তরুণ মজুমদারের প্রয়াণে মর্মাহত অয়ন বলেন তাঁর ক্ষেত্রে একটা একটা করে সুতোর বন্ধন ছিঁড়ে যাচ্ছে ৷ যে বন্ধনে তিনি আবদ্ধ হয়ে আছেন গত কয়েক দশক ধরে ৷ পারিবারিক এই বন্ধনের টানে অয়ন তরুণ মজুমদারের প্রয়াণে শোকের মুহূর্তে আগাগোড়া সন্ধ্যা রায়ের পাশে ছিলেন৷ পরে দেবশ্রী রায় যখন পূর্ণ দাস রোডের ডাকাত কালীবাড়িতে তরুণ মজুমদারের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করেন, সেখানেও ছিলেন শ্রীমান পৃথ্বীরাজ, অয়ন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhaswar Chatterjee : দু’জনের দেখা তরুণ মজুমদারের স্মরণসভায়, ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর সঙ্গে নিজস্বী পোস্ট ভাস্বরের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement