Sushmita Sen : ললিত বোধহয় জানেনও না আসলে তাঁর প্রেয়সী সুস্মিতাকে সবথেকে বেশি ভালবাসেন ইনি

Last Updated:

Sushmita Sen : নেটিজেনদের আক্রমণে ট্রোলবিদ্ধ সুস্মিতা৷ তবে তীক্ষ্ণ ট্রোলিংও কেড়ে নিতে পারেনি তাঁর ভুবনমোহিনী হাসি

তীক্ষ্ণ ট্রোলিংও কেড়ে নিতে পারেনি তাঁর ভুবনমোহিনী হাসি
তীক্ষ্ণ ট্রোলিংও কেড়ে নিতে পারেনি তাঁর ভুবনমোহিনী হাসি
মুম্বই : তিনিই সবথেকে বেশি ভালবাসেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনকে৷ সামাজিক মাধ্যমে সকলকে জানালেন সুস্মিতার বড় মেয়ে রেনে ৷ বুধবার ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন সুস্মিতা ৷ ছবির মাধ্যমে তাঁর অনুরাগীদের ভালবাসা জানিয়েছেন তিনি ৷ তাঁর সঙ্গে প্রণয়ের সম্পর্কের কথা সমাজমাধ্যমে জানানোর পর থেকেই নেটিজেনদের আক্রমণে ট্রোলবিদ্ধ সুস্মিতা৷ তবে তীক্ষ্ণ ট্রোলিংও কেড়ে নিতে পারেনি তাঁর ভুবনমোহিনী হাসি৷
সেই হাসি মুখেই সুস্মিতা পোস্ট করেছিলেন নিজস্বীটি৷ গাড়িতে বসে ছিলেন তিনি৷ রোদচশমায় ঢাকা থাকলেও দিব্যি টের পাওয়া যাচ্ছে তাঁর দু’চোখের খুশি৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি তোমাদের ভালবাসি৷’ মন্তব্যের জায়গায় তাঁর বড় মেয়ে রেনে লেখেন, ‘‘আমি তোমাকে সবথেকে বেশি ভালবাসি...এখানেই সব আলোচনার শেষ৷’’ বোঝা যাচ্ছে মায়ের ট্রোলিংয়ে আহত তরুণী রেনে-ও৷
advertisement
গত সপ্তাহে বৃহস্পতিবার ট্যুইট করে ললিত মোদি লেখেন, ‘‘ সপরিবার মলদ্বীপ, সার্ডিনিয়া-সহ বিশ্বসফরের পর সবে ফিরেছি লন্ডনে ৷ অর্ধাঙ্গিনী সুস্মিতা সেনের কথা না বললেই নয় ! অবশেষে জীবনে এক নতুন সূত্রপাত ৷ মনে হচ্ছে চাঁদে রয়েছি৷’’ পরে ললিত সংযোজন করেন তাঁর ট্যুইটে ৷ জানান,  বিয়ে হয়নি, তবে তাঁরা প্রণয়ের সম্পর্কে রয়েছেন ৷ বিয়েও হবে একদিন ৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : রহমানের বাহুডোর থেকে এখন তিনি ললিতসুন্দরী! ৪৭ বসন্ত পেরিয়েও সুস্মিতার মুঠোয় রূপরহস্য
এ প্রসঙ্গে নীরবতা ভাঙেন প্রাক্তন বিশ্বসুন্দরীও৷ ইনস্টাগ্রামে মেয়েদের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি আনন্দময় জায়গায় আছেন৷ বিয়ে হয়নি৷ আংটি নেই৷ তাঁকে আবৃত করে আছে নিঃশর্ত ভালবাসা ৷ অনেক কথা বলা হয়ে গিয়েছে৷ এ বার জীবন ও কাজে ফিরতে হবে ৷ যাঁরা তাঁর সঙ্গে খুশি ভাগ করে নিয়েছেন বরাবর তাঁদের তিনি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন৷ আর যাঁরা সেটা করেননি তাঁদের সেটা মাথাব্যথাও নয় বলে সুস্মিতার মন্তব্য৷ ট্যুইটবার্তার শেষে দুগ্গা দুগ্গা !
advertisement
আরও পড়ুন :  ঐশ্বর্য নাকি আবার অন্তঃসত্ত্বা, বলিউডের অন্দরমহলে তীব্র গুঞ্জন
অবশ্য প্রাক্তন বিশ্বসুন্দরীর বাবা জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না৷ প্রাক্তন প্রেমিক রহমান শোল অবশ্য সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চাননি৷ তাঁর কথায়, ‘‘তাঁদের জন্য আনন্দিত হোন না! প্রেম সুন্দর৷ আমি এটুকু বলতে পারি যদি সুস্মিতা কাউকে পছন্দ করেন তাহলে তিনি সত্যিই তাঁর যোগ্য৷’’ ললিত মোদির প্রথম পক্ষের ছেলে রুচির বলেন তিনি তাঁর বাবার ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য করতে চান না ৷
advertisement
আরও পড়ুন : প্রথম বার যৌন সম্পর্কের সময় যোনিপথের যন্ত্রণা এড়াতে রইল টিপস
তাঁর পারিপার্শ্বিক যা-ই ভাবুক না কেন, ইন্টারনেটের একাংশে প্রাক্তন বিশ্বসুন্দরী পরিচিত হয়েছেন ‘গোল্ড ডিগার’ বা স্বর্ণসন্ধানী হিসেবে৷ ইঙ্গিত স্পষ্ট, ললিত মোদির সম্পত্তির জন্যই তিনি আকৃষ্ট হয়েছেন৷ সমাজমাধ্যমের এই পরিচয়ে মর্মাহত তিনি৷ জানাতে ভোলেননি সুস্মিতা৷ সঙ্গে তাঁর সুরসিক মন্তব্য, তিনি সোনার থেকেও দামী কিছু খোঁজেন৷ তাঁর পছন্দ হিরে!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushmita Sen : ললিত বোধহয় জানেনও না আসলে তাঁর প্রেয়সী সুস্মিতাকে সবথেকে বেশি ভালবাসেন ইনি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement