Sushmita Sen Beauty Secrets : রহমানের বাহুডোর থেকে এখন তিনি ললিতসুন্দরী! ৪৭ বসন্ত পেরিয়েও সুস্মিতার মুঠোয় রূপরহস্য

Last Updated:

Sushmita Sen Beauty Secrets : একইসঙ্গে সুস্থ, কর্মক্ষম সুন্দরী থাকার রহস্য লুকিয়ে তাঁর যাপনেই

৪৭ বসন্ত পার করেও তিনি পুরুষদের আকর্ষণের ভরকেন্দ্র ৷ আল্ট্রা টোনড শরীরে হিল্লোল তুলে সুস্মিতা সেন ধরে রেখেছেন তাঁর বয়স৷ বর্ণময় জীবনকে খোলা পাতার মতো রেখেও তিনি রহস্যময়ী৷ সৌন্দর্য ধরে রাখার জন্য কঠোর ফিটনেস রুটিন বরাবরই সঙ্গী প্রাক্তন বিশ্বসুন্দরীর৷ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি প্রায়ই শেয়ার করেন তাঁর শরীরচর্চার ভিডিও৷ যোগাভ্যাস থেকে জিমচর্চা-সুস্মিতার শরীরচর্চায় কোনও খামতি নেই৷ একইসঙ্গে সুস্থ, কর্মক্ষম সুন্দরী থাকার রহস্য লুকিয়ে তাঁর যাপনেই৷
পুষ্টিকর ডায়েট :
শরীরচর্চার পাশাপাশি উপযুক্ত ডায়েটও গুরুত্বপূর্ণ৷ এই দু’টি কার্যত একে অপরের পরিপূরক ৷ একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সারা দিনে কোনও খাবার তিনি মিস করেন না ৷ এটাও দেখেন যে তাঁর শরীর যেন আর্দ্র থাকে সব সময়৷ হাইড্রেশনে যেন কোনও খামতি না থাকে ৷
advertisement
জিমন্যাস্টিক্স :
advertisement
সুস্মিতার শরীরের নমনীয়তা ও পেলবতা ঈর্ষণীয় ৷ শরীরের এই নমনীয়তার জন্য তিনি ভরসা করেন জিমন্যাস্টিক্সের উপর ৷ জিমন্যাস্টিক্সে শরীরচর্চার ছবি তিনি শেয়ারও করেন সামাজিক মাধ্যমে ৷
advertisement
অনেকের কাছেই তিনি প্রেরণা৷ চলার পথে কী করে থেমে যেতে হয়, জানেন না৷ নিত্যদিন নিজের জন্য লক্ষ্য তৈরি করেন৷ সামনে রাখেন উদাহরণ ৷ তাঁর এই মানসিক দৃঢ়তার জন্যই ধরে রাখতে পেরেছেন নিজের জায়গা৷ সৌন্দর্য ও ব্যক্তিত্বের মিশেলে তিনি অনন্যা৷
advertisement
সুস্মিতা সব সময়ই সৌন্দর্য ও ব্যক্তিত্বের যুগলবন্দি৷ সেই টানেই হয়তো বার বার ধরা দিয়েছেন ওয়াসিম আক্রম, রণদীপ হুডা, বিক্রম ভট, সাবির ভাটিয়া, রহমান শোল থেকে শুরু করে ললিত মোদি৷ তাবড় প্রেমিককুলকে বশ করেছেন বঙ্গসুন্দরী৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushmita Sen Beauty Secrets : রহমানের বাহুডোর থেকে এখন তিনি ললিতসুন্দরী! ৪৭ বসন্ত পেরিয়েও সুস্মিতার মুঠোয় রূপরহস্য
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement