মুখে হাসি, চোখে খুশির ঝলক... নবজাতককে কোলে নিয়ে বাড়ির পথে রওনা হলেন ভারতী সিং
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার ঘরে ১৯ ডিসেম্বর দ্বিতীয় সন্তান কাজুর আগমন, হাসিমুখে বাড়ি ফিরলেন তারা. এখনও ভাল নাম ঠিক হয়নি, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা বাকি.
advertisement
কলকাতা: ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার ভক্তদের জন্য খুশির খবর। টেলিভিশনের জনপ্রিয় দম্পতির কোল আলো করে এল তাদের দ্বিতীয় সন্তান। ১৯ ডিসেম্বর শুক্রবার শিশুপুত্রের আগমন ঘটেছে তাদের ঘরে। ভারতী সন্তানের নাম রেখেছেন কাজু। তবে কাজু তার ডাকনাম। সন্তানের ভাল নাম এখনও ঠিক করেননি তাঁরা। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা গিয়েছে সদ্যোজাতকে কোলে নিয়ে স্বামী-সন্তানের সঙ্গে বাড়ির পথে রওনা দিচ্ছেন ভারতী। সকলের পরনেই সাদা পোশাক। মুখে হাসি, চোখে খুশির ঝলক।
advertisement
advertisement
সূত্রের খবর, শুক্রবার সকালে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারতীকে। ভারতীর সেদিন লাফটার শেফস অনুষ্ঠানের শুটিং করার কথা ছিল। কিন্তু পরিস্থিতি জটিল হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি পুত্র সন্তানের জন্ম দেন। প্রসবের সময় হর্ষ লিম্বাচিয়াও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
advertisement
তাঁদের সুইজারল্যান্ড সফরের সময়ই দ্বিতীয় গর্ভাবস্থার কথা ঘোষণা করেছিলেন ভারতী ও হর্ষ। এই দম্পতি এখনও সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে এই খবরটি শেয়ার করেননি। শীঘ্রই সন্তানের আগমন সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে। ভারতী সিং ভারতীয় টেলিভিশনে কমেডির জন্যই জনপ্রিয়। হর্ষ লিম্বাচিয়া একজন লেখক হিসাবে তার যাত্রা শুরু করেছিলেন। ২০০৯ সালে কমেডি সার্কাসের সেটে তাঁদের দুজনের দেখা হয় এবং ২০১৭ সালে বিয়ে হয়। ভারতী এবং হর্ষ একসাথে একটি পডকাস্টও হোস্ট করেন। ইতিমধ্যেই তাদের ঘরে তাদের আদরের প্রথম সন্তান গোলা আছেই, এবার তার এক সঙ্গীও এল।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 25, 2025 9:22 AM IST








