Junk-E Documentary: ই-বর্জ্যের অজানা দুনিয়া কলকাতায়, iphone-এর লেন্সেই গোটা ছবি, মুম্বইয়ে পুরস্কৃত SRFTI-র দুই ছাত্র
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Junk-E Documentary: ইউটিউবে মুক্তিপ্রাপ্ত জাঙ্ক-ই ছবিটি শ্যুট করা হয়েছে কেবল আইফোনেই। কোনও বড় ক্যামেরা বা লাইটের সরঞ্জাম ছাড়াই তৈরি হল গোটা একটি ছবি।
মুম্বই: কলকাতার শহরতলির এক অজানা ছবি। আর সেই দিকটিই ৭ মিনিটের তথ্যচিত্রে তুলে ধরলেন সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের দুই ছাত্র। সিনেমাটোগ্রাফি বিভাগের দুই পড়ুয়া আয়ূষ রায় এবং ঋতম সরকার। মুম্বইয়ের চার্লস কোরেয়া ফাউন্ডেশন (Charles Correa Foundation)-এর তরফে পুরষ্কার ছিনিয়ে নিলেন বাংলার দুই যুবক। ইউটিউবে মুক্তিপ্রাপ্ত জাঙ্ক-ই ছবিটি শ্যুট করা হয়েছে কেবল আইফোনেই। কোনও বড় ক্যামেরা বা লাইটের সরঞ্জাম ছাড়াই তৈরি হল গোটা একটি ছবি।
আরও পড়ুন: মান্না দে-হৈমন্তী শুক্লার সঙ্গে একই মঞ্চে গান, ভাইরাল হয়েও অভাব মেটেনি, চা বিক্রি করেই সংসার চলে
কলকাতার অধিকাংশ ইলেকট্রনিক-বর্জ্য জমা হয় ৪০ কিমি দূরের এক গ্রাম মগরাহাটে। মোবাইল থেকে ল্যাপটপ, টিভি থেকে এসি মেশিন, ইত্যাদি ব্যবহারের পর এক সময় তা বর্জ্য পদার্থে পরিণত হয়ে যায়। আর সেগুলি বয়ে বয়ে গ্রামে নিয়ে যান ফেরিওয়ালারা। ওই বর্জ্য থেকে মূল্যবান অংশ বের করে নতুন ইলেকট্রনিক বস্তু তৈরি করে তা সেকেন্ড হ্যান্ড পণ্য হিসেবে বাজারে বিক্রি হয়। সমাজের একদল মানুষের কাছে যা বর্জ্য, অন্য শ্রেণির মানুষের কাছে তা-ই অন্ন জোগানের পন্থা।
advertisement
advertisement
advertisement
ছবির এক নির্মাতা আয়ূষের কথায়, ‘‘এই অসংগঠিত কর্মক্ষেত্রের উপর ভরসা করেই হাজার হাজার মানুষের জীবনধারণ। অপরদিকে এই বর্জ্যের ফেলে দেওয়া অংশ মাটিতে বা জলে মিশে পরিবেশকে দূষিত করছে। ই-বর্জ্য একদিকে বেঁচে থাকার রসদ, অন্যদিকে পরিবেশের বোঝা।’’
advertisement
সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করলেও সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে মানবিক কাহিনি নির্ভর ছবি বানিয়ে সচেতনতা বৃদ্ধি করতে চান বলেই জানান আয়ূষ এবং ঋতম।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2024 4:27 PM IST