Tea Seller Singer: মান্না দে-হৈমন্তী শুক্লার সঙ্গে একই মঞ্চে গান, ভাইরাল হয়েও অভাব মেটেনি, চা বিক্রি করেই সংসার চলে

Last Updated:

Tea Seller Singer: সেই পূজা ভৌমিক যার গলার স্বরে একসময় মেতে উঠত হাজার হাজার শ্রোতা। তবে আজ তাঁকে চা বিক্রি করেই সংসার চালাতে হচ্ছে। তবে এখনও পূজা দেবীর গানের চর্চা চলে।

+
বর্ধমান

বর্ধমান শহরের গায়িকা চা বিক্রেতা পূজা ভৌমিক

পূর্ব বর্ধমান: বর্ধমান শহরের পূজা ভৌমিক। গানের দুনিয়া ছেড়ে স্বামীকে সাহায্যের জন্য বর্তমানে চা বিক্রি করছেন। এক সময় তিনি মান্না দে, হৈমন্তি শুক্লা, আরতি মুখোপাধ্যায়ের মতো বড় বড় সঙ্গীত শিল্পীর সঙ্গে একই মঞ্চে গান গেয়েছিলেন। তবে পরিস্থিতি অনেক কিছু বদলে দেয়। সেরকমই বর্তমানে গানের দুনিয়া ছেড়ে চায়ের দোকান নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে পূজাদেবীকে। পূজা দেবীর অসাধারণ প্রতিভার কথা সর্বপ্রথম এই লোকাল18 বাংলাতেই দেখানো হয়েছিল। সেই খবরের জেরে অনেকের কাছে পরিচিতি বেড়েছে পূজা দেবীর।
পূজা দেবীর কণ্ঠস্বর পৌঁছে গিয়েছে বহু শ্রোতার কাছে। পূজা দেবী এই প্রসঙ্গে জানান, তাঁর এখন খুব ভাল লাগছে । তিনি যেন তাঁর হারিয়ে যাওয়া দিনগুলোকে ফিরে পাচ্ছেন। এই কারণে তিনি লোকাল18-কে ধন্যবাদ জানিয়েছেন। এখন তাঁর কাছে আরও অনান্য সংবাদ মাধ্যম আসছে । পূজা দেবী নিজের মুখে বলেন, লোকাল18 বাংলা সর্বপ্রথম তাঁর খবর সম্প্রচার করে।
advertisement
advertisement
এই সেই পূজা ভৌমিক যার গলার স্বরে একসময় মেতে উঠত হাজার হাজার শ্রোতা। তবে আজ তাঁকে চা বিক্রি করেই সংসার চালাতে হচ্ছে। তবে এখনও পূজা দেবীর গানের চর্চা চলে। কখনও বাড়িতে, আবার কখনও দোকানে বসেই। চা-এর সঙ্গে বাড়তি পাওনা হিসেবে অনেকে এখন পূজা দেবীর গানও শুনছেন। তবে বর্তমানে পুজা দেবীর গান ভাইরাল হলেও , এখনও তাঁর কাছে সেভাবে কোনও সুযোগ আসেনি।
advertisement
পূজা দেবী এখন শুধুমাত্র সুযোগের অপেক্ষায় রয়েছেন। সুযোগ এলে নিজের প্রতিভা প্রকাশ করার জন্য তিনি প্রস্তুত। তবে যদি কোনও সুযোগ না আসে, তাহলে হয়ত সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে এহেন এক পরিশ্রমী মহিলার মন মাতানো প্রতিভা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tea Seller Singer: মান্না দে-হৈমন্তী শুক্লার সঙ্গে একই মঞ্চে গান, ভাইরাল হয়েও অভাব মেটেনি, চা বিক্রি করেই সংসার চলে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement