Dancer Death in Bhatpara: মর্মান্তিক! ভাটপাড়া উৎসবের মঞ্চে নাচ করতে উঠেই সব শেষ, ২২ বছরের সজলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

Last Updated:

Dancer Death in Bhatpara: ভাটপাড়া উৎসব চলাকালীনই ঘটল মর্মান্তিক ঘটনা, আর তার জেরেই বন্ধ রাখা হল চলতি মাসের ১৯ তারিখ থেকে চলা ভাটপাড়া উৎসব।

মর্মান্তিক! ভাটপাড়া উৎসবে নাচ করতে উঠেই সব শেষ, ২২ বছরের সজলের মৃত্যুতে ধোঁয়াশা
মর্মান্তিক! ভাটপাড়া উৎসবে নাচ করতে উঠেই সব শেষ, ২২ বছরের সজলের মৃত্যুতে ধোঁয়াশা
উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া উৎসব চলাকালীনই ঘটল মর্মান্তিক ঘটনা, আর তার জেরেই বন্ধ রাখা হল চলতি মাসের ১৯ তারিখ থেকে চলা ভাটপাড়া উৎসব।
উৎসব কমিটির দায়িত্বে থাকা অমিত গুপ্তা জানান, সংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছিল এই উৎসব। সেখানেই এদিন ভাটপাড়া উৎসবের মঞ্চে একটি গ্রুপ নৃত্যের আয়োজন করা হয়েছিল। মোট তিনটি গ্রুপ এদিন স্টেজে পারফর্ম করার কথা ছিল। দু’টি দলের নাচ শেষ হলে তৃতীয় দলের এক নৃত্যশিল্পী স্টেজের পাশেই দাঁড়িয়ে ছিলেন আর তখন স্টেজ থেকে নামতে গিয়েই ঘটে চরম বিপত্তি।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের কথায়, দেখা যায় হঠাৎই স্টেজ থেকে পড়ে যান ওই নৃত্যশিল্পী। নীচে ছিল বিদ্যুতের তার, প্রাথমিক অনুমান সেই তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বছর ২২-এর কল্যাণীর বাসিন্দা সজল বারুই। স্বেচ্ছাসেবকরা তাঁকে তড়িঘড়ি ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন শিল্পীকে। ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
advertisement
তবে ওই নৃত্যশিল্পীর হঠাৎই স্টেজ থেকে পড়ে মৃত্যুর ঘটনা নিয়েও উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। দাবি, স্টেজ থেকে পড়ে তড়িদাহত হয়েই ওই নৃত্যশিল্পীর মৃত্যু হয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে উৎসব কমিটি। কমিটির তরফ থেকে জানানো হয় বিষয়টি শোনা গেলেও এর সত্যতা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলেই সবটা প্রকাশ্যে আসবে এমনটাই মত। মর্মান্তিক এই ঘটনার পরে বন্ধ করে দেওয়া হয়েছে ভাটপাড়া উৎসব। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
advertisement
Rudra Nrayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dancer Death in Bhatpara: মর্মান্তিক! ভাটপাড়া উৎসবের মঞ্চে নাচ করতে উঠেই সব শেষ, ২২ বছরের সজলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement