Bengali Cinema: টেকনিশিয়ান পরিচালক দ্বন্দ্ব, কোন বিশেষ কারণে চেন্নাইয়ে স্বরূপ বিশ্বাস?

Last Updated:

Bengali Cinema: টালিগঞ্জের স্টুডিও পাড়ায় পরিচালক -প্রযোজক এবং টেকনিশিয়ানদের দ্বন্দ্ব যত দিন যাচ্ছে তত যেন জটিল রূপ ধারণ করছে। এবার এই বিভেদ সর্বভারতীয় স্তরে উঠে আসতে চলেছে।

টেকনিশিয়ান-পরিচালকদের দ্বন্দ্ব এবার সর্বভারতীয় স্তরে.... সর্বভারতীয় টেকনিশিয়ানস অ‍্যাসোসিয়েশনের আন্দোলনে বক্তব্য রাখতে চেন্নাইয়ে স্বরূপবিশ্বাস
টেকনিশিয়ান-পরিচালকদের দ্বন্দ্ব এবার সর্বভারতীয় স্তরে.... সর্বভারতীয় টেকনিশিয়ানস অ‍্যাসোসিয়েশনের আন্দোলনে বক্তব্য রাখতে চেন্নাইয়ে স্বরূপবিশ্বাস
টেকনিশিয়ান পরিচালক দ্বন্দ্ব, কোন বিশেষ কারণে চেন্নাইয়ে স্বরূপ বিশ্বাসটালিগঞ্জের স্টুডিও পাড়ায় পরিচালক -প্রযোজক এবং টেকনিশিয়ানদের দ্বন্দ্ব যত দিন যাচ্ছে তত যেন জটিল রূপ ধারণ করছে। এবার এই বিভেদ সর্বভারতীয় স্তরে উঠে আসতে চলেছে। ১৪ই মে,  দক্ষিণ ভারতের ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন একদিনের অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। যা কিছু তামিল চলচ্চিত্র প্রযোজকের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে একটি প্রতিবাদ। আর এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ইস্টার্ন ইন্ডিয়া ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স-এর সভাপতি স্বরূপ বিশ্বাস অন্যতম প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন। এই আমন্ত্রণ শুধুমাত্র সভাপতির প্রতি নয় বরং সমস্ত ফেডারেশনের মধ্যে ঐক্য এবং সংহতির একটি স্পষ্ট প্রতীক। যা অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশন এর অধীনে পরিচালিত হয়।
আরও পড়ুনঃ হঠাৎ আবার কী হল! ২১ পাকিস্তানি নিয়ে ওড়িশার পারাদ্বীপ বন্দরে জাহাজ! তড়িঘড়ি যা করা হল…
এই মুহূর্তে তামিল ফিল্ম ফেডারেশনে প্রযোজকদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে অসহযোগিতার পথে হেঁটেছেন কয়েক হাজার দক্ষিণী টেকনিশিয়ান। ‘এমপ্লয়িজ ফেডারেশন অব সাউথ ইন্ডিয়ার’ তরফে ঠিক হয়েছে, সর্বভারতীয় স্তরে যত এমপ্লয়িজ অ‍্যাসোসিয়েশন রয়েছে তাদের সব টেকনিশিয়ানদের অ‍্যাসোসিয়েশনকেই এই আন্দোলনে অন্তর্ভুক্ত করা হবে। সেই সূত্রেই প্রোডিউসারদের বিরুদ্ধে এই আন্দোলনে বুধবার বক্তব্য রাখার জন‍্য আমন্ত্রিত অতিথি হিসেবে চেন্নাইয়ে উপস্থিত ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ‍্যান্ড ওয়ার্কাস অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি ঠিক করেছেন, তামিল টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়ে বাংলার সমস‍্যাও তুলে ধরবেন তিনি সেখানে।
advertisement
স্বরূপ বিশ্বাস নিউজ 18 বাংলাকে জানিয়েছেন যে, ‘চেন্নাইয়ের এই সম্মেলনে তামিল টেকনিশিয়ানদের তরফ থেকে আমাকেও তাঁদের পাশে থেকে বক্তব্য রাখার জন‍্য আমন্ত্রন জানানো হয়েছে। যেভাবে আমি বাংলার টেকনিশিয়ানদের পাশে থাকি, সেভাবেই তামিল টেকনিশিয়ানদের পাশেও থাকব। একই সঙ্গে সর্বভারতীয় স্তরের টেকনিশিয়ানদের সব এমপ্লয়িজ অ‍্যাসোশিয়েশন সেখানে থাকবে। ফলে আমাদের বাংলার সমস‍্যাগুলিও সেখানে তুলে ধরা হবে। তামিল ফেডারেশন থেকে যেরকম তাদের সমস্যা আমাদের জানানো হয়েছে, আমরাও জানাব যে, আমাদের বিরুদ্ধে কীভাবে আদালতে মামলা করা হয়েছে। সমস্ত দিকটাই জাতীয় স্তরে তুলে ধরা হবে।”
advertisement
advertisement
প্রযোজকদের বিরুদ্ধে অসহযোগিতার পথে হাঁটতে গিয়ে সর্বভারতীয় স্তরে যেভাবে টেকনিশিয়ানরা একত্রিত হচ্ছেন, তাতে সমস্যায় পড়তে পারেন অনির্বাণ, পরমব্রতর-সহ বেশ কিছু পরিচালক। বাংলার টেকনিশিয়ানরা অলিখিতিভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যাঁরা যাঁরা ফেডারশনের বিরুদ্ধে আদালতে গিয়েছেন, তাঁদের বিরুদ্ধে অসহযোগিতার পথে হাঁটা হবে। যা পরমব্রত, অনির্বাণ-সহ অনেকের ক্ষেত্রেই প্রযোজ‍্য। বাংলার এই তালিকাটা চেন্নাই গিয়ে সর্বভারতীয় এমপ্লয়িজ অ‍্যাসোসিয়েশনের হাতে স্বরূপ তুলে দেবেন বলেই সূত্রের খবর।
advertisement
আরও পড়ুনঃ স্মৃতিশক্তি হবে কম্পিউটারের মতো! প্রতিদিন সন্তানকে দিন এই ৫ খাবার! ক্লাসে ফার্স্ট হওয়া কেউ আটকাতে পারবে না
১ মে ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র অন্তর্ভুক্ত সমস্ত গিল্ড এবং নির্বাচিত সদস্যদের নিয়ে মেগা মিটিংয়ে সভাপতি স্বরূপ বিশ্বাস সমস্ত দিক নিয়ে আলোচনা করেছিলেন। সেখানে টেকনিশিয়ানরা যে সমস্ত পরিচালকরা আইনি পথে হেটেছেন তাদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন। ১৯ মে হাইকোর্টে পরিচালকদের মামলার শুনানি রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Cinema: টেকনিশিয়ান পরিচালক দ্বন্দ্ব, কোন বিশেষ কারণে চেন্নাইয়ে স্বরূপ বিশ্বাস?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement