India-Pakistan Relation: হঠাৎ আবার কী হল! ২১ পাকিস্তানি নিয়ে ওড়িশার পারাদ্বীপ বন্দরে জাহাজ! তড়িঘড়ি যা করা হল...

Last Updated:

India-Pakistan Relation: বুধবার সকালে পাকিস্তানি ক্রু সদস্য-সহ একটি বাণিজ্যিক জাহাজ পারাদ্বীপ বন্দরের এসপিএম (Single Point Mooring) টার্মিনালে আসে। সঙ্গে সঙ্গে পারাদ্বীপ বন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পারাদ্বীপ বন্দর
পারাদ্বীপ বন্দর
পারাদ্বীপঃ বুধবার সকালে পাকিস্তানি ক্রু সদস্য-সহ একটি বাণিজ্যিক জাহাজ পারাদ্বীপ বন্দরের এসপিএম (Single Point Mooring) টার্মিনালে আসে। সঙ্গে সঙ্গে পারাদ্বীপ বন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুনঃ স্মৃতিশক্তি হবে কম্পিউটারের মতো! প্রতিদিন সন্তানকে দিন এই ৫ খাবার! ক্লাসে ফার্স্ট হওয়া কেউ আটকাতে পারবে না
পিটিআই-এর খবর অনুসারে, হংকং পতাকা উড়ানো ‘MT Siren II’ নামের এই জাহাজটি ভারতীয় অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) এর জন্য অপরিশোধিত তেল (Crude Oil) বহন করে এসেছে। জাহাজটি দক্ষিণ কোরিয়া থেকে আসছিল, সিঙ্গাপুরে একবার থেমে, তারপর ওড়িশার পারাদ্বীপ উপকূলে পৌঁছায়।
advertisement
মোট ২৫ জন ক্রু সদস্যের মধ্যে ২১ জন পাকিস্তানি নাগরিক বলে জানা গিয়েছে। পারাদ্বীপ  ইমিগ্রেশন বিভাগ ক্রু সদস্যদের তথ্য যাচাই করার পর মেরিন পুলিশ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF), কাস্টমস বিভাগ এবং বন্দর কর্তৃপক্ষকে দ্রুত সতর্ক করেছে।
advertisement
advertisement
মেরিন পুলিশ, CISF এবং কাস্টমসের সশস্ত্র কর্মীরা জাহাজ এবং এর ক্রুদের উপর ২৪ ঘণ্টা নজরদারি করছে। পাকিস্তানি ক্রুদের জাহাজ থেকে নামতে বাধা দেওয়ার জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। জাহাজটি অপরিশোধিত তেল সম্পূর্ণভাবে আনলোড না হওয়া পর্যন্ত টার্মিনালে থাকবে। এই সময়ে কোনও ক্রু সদস্যকে নামতে দেওয়া হবে না। এই ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে, যার ফলে কর্তৃপক্ষ কোনও ঝুঁকি নিতে চায় না।
বাংলা খবর/ খবর/দেশ/
India-Pakistan Relation: হঠাৎ আবার কী হল! ২১ পাকিস্তানি নিয়ে ওড়িশার পারাদ্বীপ বন্দরে জাহাজ! তড়িঘড়ি যা করা হল...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement