Bangla News: ছেলের সঙ্গে মা পৌঁছলেন এভারেস্টের বেস ক্যাম্পে! সোনারপুরের গৃহবধূ গড়েছেন নজির
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Bangla News: রুপকথাকেও হার মানায় এমন এক বাস্তব কাহিনি গড়েছেন সোনারপুরের হরিনাভীর বাসিন্দা সাত্যকী চট্টোপাধ্যায় ও তাঁর মা সোনালী চট্টোপাধ্যায়। সোনালী দেবী পেশায় গৃহশিক্ষিকা। সংসারের যাবতীয় কাজ এক হাতে সামলে নেওয়া একজন সাধারণ গৃহবধূ।
সোনারপুর: রুপকথাকেও হার মানায় এমন এক বাস্তব কাহিনি গড়েছেন সোনারপুরের হরিনাভীর বাসিন্দা সাত্যকী চট্টোপাধ্যায় ও তাঁর মা সোনালী চট্টোপাধ্যায়। সোনালী দেবী পেশায় গৃহশিক্ষিকা। সংসারের যাবতীয় কাজ এক হাতে সামলে নেওয়া একজন সাধারণ গৃহবধূ। ছোটবেলা থেকেই ভুগোলের বইয়ে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা দেখে পাহাড়ের প্রতি তাঁর ভালবাসা জন্মায়। কিন্তু সংসার ও দায়িত্বের চাপে সেই স্বপ্ন বহু বছর ধরে কেবল ইচ্ছেই থেকে গিয়েছিল। ২০১৮ সাল থেকে নিজের ছেলে সাত্যকীর সঙ্গে নিয়ে পর্বত আরোহন শুরু করেন সোনালী। এবারের অভিযান তাঁরা সঙ্গে নেননি কোনও গাইড বা পোর্টারও।
আরও পড়ুনঃ বাজার থেকে স্টিকারযুক্ত ফল-সবজি কিনছেন? কিন্তু জানেন কি কীভাবে খাবেন? নাহলে কিন্তু বিষক্রিয়ার ঝুঁকি…!
২০২৫ সালের ১২ এপ্রিল, মা সোনালী, ছেলে সাত্যকী ও সাত্যকীর এক বন্ধু—এই তিনজন রওনা দেন রক্সৌলের উদ্দেশ্যে। সেখান থেকে সীমান্ত পার করে পৌঁছান কাঠমাণ্ডু। পরদিন গাড়িতে করে যান সালেরি, সেখান থেকে সুরখে। সুরখে থেকে শুরু হয় মূল ট্রেক। আটদিন ধরে পাথুরে পথ আর হিমালয়ের শ্বাসরোধ করা ঠান্ডা পেরিয়ে তারা পৌঁছান এভারেস্ট বেসক্যাম্প। সেখান থেকে কালাপাথর অভিযান সম্পুর্ণ করে শুরু হয় নামা, যা শেষ হয় পাঁচদিনে। তবে এই অভিযান একদিনে শুরু হয়নি।
advertisement
আরও পড়ুনঃ শরীর থেকে তারিয়ে দেবে খারাপ কোলেস্টেরল! পাতে রাখুন কালো ‘৫’ খাবার! মুঠোয় থাকবে LDL / HDL
২০১৮ সালে মা-ছেলের প্রথম ট্রেক ছিল সান্দাকফু। ৩রা মে তারা হরিনাভীর বাড়িতে ফেরেন ৷ তারপর একে একে ২০১৯ সালে কেদারকণ্ঠ, ২০২০ সালে পঞ্চকেদার, ২০২১-এ পাঙ্গারচুলা, ২০২৩-এ ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুণ্ড সাহিব, ২০২৪-এ অন্নপূর্ণা সার্কিট। এবার ২০২৫-এ এভারেস্ট বেসক্যাম্প।
advertisement
advertisement
সোনালী দেবী প্রমাণ করেছেন, বয়স কোনও বাধা নয় স্বপ্নপূরণের পথে। পাহাড়কে ভালোবাসলে, তাকে জয়ের সাহসও আসে নিজের মধ্যে থেকেই। আজও এভারেস্ট বেসক্যাম্পের অভিজ্ঞতা চোখে-মুখে নিয়ে তিনি তৈরি হচ্ছেন পরবর্তী অভিযানের জন্য।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2025 5:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ছেলের সঙ্গে মা পৌঁছলেন এভারেস্টের বেস ক্যাম্পে! সোনারপুরের গৃহবধূ গড়েছেন নজির