Sayanta Modak: 'ছেলে'-কে হারিয়ে শোকে পাথর! সন্তান হারানোর যন্ত্রণা ভুলতে পারছেন না 'এই' অভিনেতা

Last Updated:

Sayanta Modak: একদিকে প্রেম ভেঙে চুরমার, অন্যদিকে নিজের সন্তানকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন সায়ন্ত৷ সম্প্রতি নিজের সোশ্যাল মন ভাঙার যন্ত্রণায় একটি পোস্ট করেছেন অভিনেতা৷

কলকাতা: টেলিভিশনের অতি পরিচিত মুখ সায়ন্ত মোদককে নিয়ে চর্চা হামেশাই চলে৷ একাধিক ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন অভিনেতা৷ তবে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবনের জন্য অনেক বেশি চর্চায় রয়েছেন অভিনেতা৷ একাধিক প্রেম এসেছে তারকার জীবনে, তবে কোনওটাই পূর্ণতা পায়নি৷ অভিনেত্রী দেবচন্দ্রিমার সঙ্গে ব্রেক আপের পর তাঁকে নিয়ে বিস্তর চর্চা হয়েছিল টলিপাড়ায়৷ বিচ্ছেদের পর লাইমলাইটে আরও বেশি করে নজর কেড়েছেন সায়ন্ত মোদক৷
একদিকে প্রেম ভেঙে চুরমার, অন্যদিকে নিজের সন্তানকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন সায়ন্ত৷ সম্প্রতি নিজের সোশ্যাল মন ভাঙার যন্ত্রণায় একটি পোস্ট করেছেন অভিনেতা, যা নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
advertisement
গতকাল অর্থাৎ ৮ ডিসেম্বর দিনটি ছিল সায়ন্তর জীবনের সবচেয়ে কষ্টের দিন৷ কারণ এই দিনই তাঁর সবচেয়ে কাছের মানুষ ছেড়ে চলে যায় অভিনেতাকে৷ সেই শোক কাটিয়ে এখনও উঠতে পারছেন না অভিনেতা৷ ভাঙা মন নিয়ে অভিনেতা লেখেন- ৮ ডিসেম্বর, আজ থেকে ঠিক তিন বছর আগে আমি আমার ছেলেকে হারাই৷ আর ভুল চিকিৎসার জন্যই এমনটা হয়েছিল৷ তখন ওর বয়স ছিল মাত্র ১ বছর ৭ মাস৷ কেটে গেল তিনটে বছর৷ তবে প্রতিটা দিন আমি ওর অনুপস্থিতিটা অনুভব করি৷ এখনও বিশ্বাস করতে পারি না ও আর নেই৷ প্রত্যেকেই নিজের পোষ্যকে সন্তানের মতো ভালবাসে ও আগলে রাখে৷ ওর সঙ্গে আমার একটা অন্যরকম যোগ ছিল৷
advertisement
সম্প্রতি একজন জানতে চেয়েছিল আমি কোনওদিন কোন সিক্রেট কারোর সামনে আনতে চাই না? আমি বলেছিলাম আমার মৃত ছেলেকে কবর দেওয়ার আগে একটা কথা বলেছিলাম, সেটা আমি কাউকে কখনওই বলব না৷ আমি মনের কষ্ট আমি হাসি দিয়ে লুকিয়ে রাখব৷ বাবাই তোমাকে খুব মিস করে বেবো৷ রেনবো ব্রিজে কবে দেখা হবে তোমার সঙ্গে, সেই দিনটার অপেক্ষা করছি৷ সন্তান তুল্য পোষ্যকে হারিয়ে ঠিক কতটা শোকে পাথর অভিনেতা, তা পুরোপুরি স্পষ্ট৷ অনুরাগীরা সকলেই কমেন্টে ভরিয়ে দিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sayanta Modak: 'ছেলে'-কে হারিয়ে শোকে পাথর! সন্তান হারানোর যন্ত্রণা ভুলতে পারছেন না 'এই' অভিনেতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement