কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আসছে ‘হাওয়া’, আসছেন চঞ্চল চৌধুরীও

Last Updated:

আগামী ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নন্দন ১ নম্বর স্ক্রিন ও ২ ও ৩ নম্বর স্ক্রিনে বাংলাদেশের একাধিক ছবি দেখানো হবে৷

#কলকাতা: হঠাৎ দমকা বাতাস নিয়ে এল ‘হাওয়া’৷ উৎসবের মরশুম শেষে মুখে সিনে মহলে হঠাৎ তরঙ্গ বাংলাদেশ চতুর্থ চলচ্চিত্র উৎসব নিয়ে৷ কারণ, আসছে ‘হাওয়া’৷ কয়েকদিন আগেই বাংলাদেশে মুক্তি পায় হাওয়া৷ আর সেই ছবি মুক্তির আগেই দুই বাংলা উত্তাল হয় ‘সাদা-সাদা কালা কালা’ বা ‘আটটা বাজে দেরি করিস না’-এর মতো গানে৷ সেই গানগুলি ছিল ‘হাওয়া’ ছবিটির গান৷
তারপর বাংলাদেশে ছবিটি মুক্তি পেলেও ভারতে মুক্তি পায়নি৷ প্রথমবারের জন্য কলকাতা তথা এ পার বাংলার মানুষ এটি দেখতে পাবেন৷ স্বাভাবিক কারণে তা নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা৷ হাওয়া ছবিটি দেখানো হবে নন্দন ১-এ ২৯ অক্টোবর দুপুর একটায় ও সন্ধ্যা ছ’টায়৷ সোমবার, অর্থাৎ ৩১ অক্টোবর নন্দন ২-এ সন্ধ্যা ছ’টায় ও বুধবার ২ নভেম্বর, নন্দন ২-এ সন্ধ্যা ছ’টায়৷
advertisement
advertisement
আরও পড়ুন: দাদা জিৎ-কে ফোঁটা দিয়ে ভাতৃদ্বিতীয়া পালন শুভশ্রীর, কেমন কাটল তারকার ভাইফোঁটা? দেখুন
আগামী ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নন্দন ১ নম্বর স্ক্রিন ও ২ ও ৩ নম্বর স্ক্রিনে বাংলাদেশের একাধিক ছবি দেখানো হবে৷ বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এই চলচ্চিত্র উৎসব উদযাপিত হবে৷
advertisement
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. হাছান মাহমুদ, উপস্থিত থাকবেন বাবুল সুপ্রিয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।
বেশ কয়েকটি ছবি একটি দেখানো হবে৷ তার মধ্যে রয়েছে, ‘বিউটি সার্কাস’, ‘আড়ং’, ‘পরাণ’, ‘কালবেলা-’র মতো একাধিক ছবি৷ দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব চলবে৷ উল্লেখযোগ্য, এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন অভিনেতা জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম৷ অর্থাৎ বাংলাদেশের চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ তারকরাই আসছেন৷ বুধবার বিকেলে প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে তথ্য আদান প্রদান করেন অনাদালিব ইলিয়াস৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আসছে ‘হাওয়া’, আসছেন চঞ্চল চৌধুরীও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement