ফটোশ্যুটে অ্যানিম্যাল প্রিন্ট আউটফিটে উষ্ণতার পরশ বুলিয়ে দিলেন জাহ্নবী কাপুর।
ঝলমলে এই কো-অর্ডিনেশন সেটে যেন আগুন ঝরাচ্ছেন অভিনেত্রী।
হট এই আউটফিটের প্রতিটা অংশ দিয়ে ফুটে উঠেছে নায়িকার দেহ বিভঙ্গ।
অ্যানিম্যাল প্রিন্ট আউটফিটে ইন্টারনেটে আগুন ধরিয়ে দিলেন শ্রীদেবী-কন্যা।
সামুদ্রিক ঝিনুক খচিত টপে সুপার হট ভঙ্গিতে ধরা দিয়েছেন জাহ্নবী।
এই স্টাইলিশ আউটফিটে সুপারসেক্সি অবতারে ফ্রেমবন্দী হয়েছেন সুন্দরী কন্যে।
মাদক চোখের চাহনি, আবেদন ঝরে পড়ছে অভিনেত্রীর দুই চোখ থেকে।
সিলভার এমবেলিশড গাউনে সুপার বোল্ড অবতারে স্টারকিড জাহ্নবী।
মণীশ মালহোত্রার এই আয়নাখচিত গাউনে যেন সৌন্দর্যের প্রতিমূর্তি নায়িকা।
বডিকোন আউটফিটে সুপার গ্ল্যামারাস জাহ্নবী, ঝড় উঠল ভক্তদের মনে।