'সংসার ছেলেখেলা নয়'! রাজ-পরীর ভিডিও কলের ছবি দিয়ে বিপাকে শিরিন, কী এমন ছিল তাতে!
- Published by:Teesta Barman
Last Updated:
শিরিন ক্যাপশনে লেখেন, 'যারা পরীমণির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলে, তারা বিষ খেয়ে মরে যাও কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনও অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।'
#ঢাকা: বাংলাদেশের নায়িকা পরীমণি গত শুক্রবার রাতে তাঁর স্বামী শরিফুল রাজের বাড়ি ছেড়ে বেরিয়ে যান। ফেসবুকের মাধ্যমে তিনি অভিযোগ করেন, রাজ তাঁর গায়ে হাত তুলেছেন, তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। পরীর একাধিক ফেসবুক পোস্ট গত কয়েক দিন ধরে আলোড়ন ফেলে দিয়েছে দুই বাংলাতেই। রাজও সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি আর পরী কখনওই এক হবেন না আর।
এরই মাঝে বাংলাদেশের আরও এক নায়িকা শিরিন শিলার একটি পোস্টে তোলপাড় ওপার বাংলা। যেখানে তিনি দাবি করেছিলেন রাজ-পরী একসঙ্গেই আছে। তাঁর পোস্ট অনুযায়ী, তিনি তারকা দম্পতির সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তাঁরা একইসঙ্গে একই বাড়িতে রয়েছেন। হাসিখুশি আছেন। সেই ভিডিও কলের একটি স্ক্রিনশট পোস্ট করেন ফেসবুকে।
advertisement
advertisement
শিরিন ক্যাপশনে লেখেন, 'শুভ কামনা বন্ধু পরীমণি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমণির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলে, তারা বিষ খেয়ে মরে যাও কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনও অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।'
advertisement
কিন্তু তার পরেই পরী এক সংবাদমাধ্যমে জানান, এ তথ্য ভুল। দু'জনের কেউই সংসার জোড়া লাগানোর জন্য চেষ্টা করছেন না। তার পর থেকেই শিরিনের সেই পোস্ট কটাক্ষের শিকার হয়। বুধবারের সেই পোস্টটি আর দেখাও যায় না ফেসবুকে। আর তার পরেই বৃহস্পতিবার শিরিন একটি ভিডিও করে জানান, তিনি নিজে পোস্টটি ডিলিট করেননি। বহু মানুষ তাঁর পোস্টটিকে রিপোর্ট করায় নিজে থেকেই মুছে গিয়েছে। একইসঙ্গে তিনি বলেন, 'আমি যতটুকু তথ্য জানি, পরীমণি এবং রাজ ভাইয়া এখন একসঙ্গে আছেন। ভাল আছেন। সংসার তো ছেলেখেলা নয়। তাঁদের একটা ছেলে হয়ে গিয়েছে।'
advertisement
তিনি সেই ভিডিওর ক্যাপশনে লেখেন, 'গতকাল পরিমণির ভিডিও কলের পোস্ট শেয়ারের করার পর অনেকেই আমার আইডিতে রিপোর্ট করেছে। রিপোর্ট করার কারণে ফেসবুক পোস্টটা ডিলিট করে দিয়েছে। তাই আমি আমার ফেসবুক আইডিতে ঢুকতে পারছি না। তাই সবাই দয়া করে আমার আইডিতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে ফেসবুক তাড়াতাড়ি রেস্ট্রিকশন তুলে দেবে। সবাই প্লিজ আমার পেজের সঙ্গেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন।'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2023 1:48 PM IST