বছরের শুরুতে বিয়ের খবর, শেষে বিচ্ছেদের, কেন রাজকে ছেড়ে বেরিয়ে এলেন পরী? রইল দম্পতির ভালবাসা মাখা ছবি

Last Updated:
তাঁদের 'সুখের সংসার' নিয়ে যেন কারও কোনও সন্দেহই ছিল না। ছবিগুলিতে আদর, আবেশ, প্রেম, ভালবাসা যেন চুঁইয়ে চুঁইয়ে পড়ত ক্রমাগত। আর তাঁরাই এখন বিবাহবিচ্ছেদের পথে হাঁটছে। ঠিক কী ঘটেছে তাঁদের জীবনে?
1/11
গত জানুয়ারি মাসে রাজ-পরীর আনুষ্ঠানিক বিয়েতে মেতে উঠেছিল বাংলাদেশের তারকারা। যদিও ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে সেরেছিলেন তাঁরা। ‘গুনিন’ ছবিতে কাজ করতে গিয়ে প্রেম, তার পরেই বিয়ে। কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে শরীফুল রাজ এবং পরীমণির প্রেমের পর্ব?
গত জানুয়ারি মাসে রাজ-পরীর আনুষ্ঠানিক বিয়েতে মেতে উঠেছিল বাংলাদেশের তারকারা। যদিও ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে সেরেছিলেন তাঁরা। ‘গুনিন’ ছবিতে কাজ করতে গিয়ে প্রেম, তার পরেই বিয়ে। কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে শরীফুল রাজ এবং পরীমণির প্রেমের পর্ব?
advertisement
2/11
বাংলাদেশ থেকে কলকাতা, শুক্রবার মধ্য রাতের পোস্ট দেখে স্তম্ভিত। যেখানে স্পষ্ট ইঙ্গিত রয়েছে পরী খুব তাড়াতাড়ি এই বিয়ে থেকে বেরিয়ে আসবেন। যেখানে লেখা, 'হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।'
বাংলাদেশ থেকে কলকাতা, শুক্রবার মধ্য রাতের পোস্ট দেখে স্তম্ভিত। যেখানে স্পষ্ট ইঙ্গিত রয়েছে পরী খুব তাড়াতাড়ি এই বিয়ে থেকে বেরিয়ে আসবেন। যেখানে লেখা, 'হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।'
advertisement
3/11
বছরের শুরুতেই রাজ-পরীর বিয়ের ছবিতে ভরে উঠেছিল তাঁদের সোশ্যাল মিডিয়া। বছরের শেষ দিন বিচ্ছেদের ইঙ্গিতপূর্ণ পোস্ট নায়িকার ওয়ালে। বছরও ঘুরল না, তার আগেই আলাদা হলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জুটি।
বছরের শুরুতেই রাজ-পরীর বিয়ের ছবিতে ভরে উঠেছিল তাঁদের সোশ্যাল মিডিয়া। বছরের শেষ দিন বিচ্ছেদের ইঙ্গিতপূর্ণ পোস্ট নায়িকার ওয়ালে। বছরও ঘুরল না, তার আগেই আলাদা হলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জুটি।
advertisement
4/11
মাত্র চার মাস আগে পুত্রসন্তানের অভিভাবক হয়েছেন রাজ-পরী। নাম রেখেছেন, শাহীম মুহাম্মদ রাজ্য। তাঁকে নিয়ে আনন্দ মুহূর্তের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে ভক্তদের মন জয় করতেন তারকা দম্পতি।
মাত্র চার মাস আগে পুত্রসন্তানের অভিভাবক হয়েছেন রাজ-পরী। নাম রেখেছেন, শাহীম মুহাম্মদ রাজ্য। তাঁকে নিয়ে আনন্দ মুহূর্তের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে ভক্তদের মন জয় করতেন তারকা দম্পতি।
advertisement
5/11
কখনও হানিমুনে, কখনও ছেলের জন্মের আগে শপিং, কখনও ফিফা বিশ্বকাপ নিয়ে উত্তেজনা-খুনসুটি, কখনও আবার হট ফোটোশ্যুট। তাঁদের জীবনের বিভিন্ন মুহূর্ত বারবার জনসমক্ষে এসেছেন।
কখনও হানিমুনে, কখনও ছেলের জন্মের আগে শপিং, কখনও ফিফা বিশ্বকাপ নিয়ে উত্তেজনা-খুনসুটি, কখনও আবার হট ফোটোশ্যুট। তাঁদের জীবনের বিভিন্ন মুহূর্ত বারবার জনসমক্ষে এসেছেন।
advertisement
6/11
তাঁদের 'সুখের সংসার' নিয়ে যেন কারও কোনও সন্দেহই ছিল না। ছবিগুলিতে আদর, আবেশ, প্রেম, ভালবাসা যেন চুঁইয়ে চুঁইয়ে পড়ত ক্রমাগত। আর তাঁরাই এখন বিবাহবিচ্ছেদের পথে হাঁটছে। ঠিক কী ঘটেছে তাঁদের জীবনে?
তাঁদের 'সুখের সংসার' নিয়ে যেন কারও কোনও সন্দেহই ছিল না। ছবিগুলিতে আদর, আবেশ, প্রেম, ভালবাসা যেন চুঁইয়ে চুঁইয়ে পড়ত ক্রমাগত। আর তাঁরাই এখন বিবাহবিচ্ছেদের পথে হাঁটছে। ঠিক কী ঘটেছে তাঁদের জীবনে?
advertisement
7/11
পরীমণির পোস্ট থেকে এ কথা স্পষ্ট তারকা দম্পতির সম্পর্ক বিষাক্ত হয়ে গিয়েছে। ফলে মানসিক ভাবে বিধ্বস্ত নায়িকা। আর চারদিকে বছর শেষের আনন্দের আমেজের মাঝেও তাই এই পোস্ট করতে বাধ্য হলেন তিনি। শুক্রবার মধ্যরাতে এই পোস্টটি করেন তিনি। সূত্রের খবর, তখনই ছেলে কোলে রাজের বাড়ি ছেড়ে দিয়েছেন পরীমণি।
পরীমণির পোস্ট থেকে এ কথা স্পষ্ট তারকা দম্পতির সম্পর্ক বিষাক্ত হয়ে গিয়েছে। ফলে মানসিক ভাবে বিধ্বস্ত নায়িকা। আর চারদিকে বছর শেষের আনন্দের আমেজের মাঝেও তাই এই পোস্ট করতে বাধ্য হলেন তিনি। শুক্রবার মধ্যরাতে এই পোস্টটি করেন তিনি। সূত্রের খবর, তখনই ছেলে কোলে রাজের বাড়ি ছেড়ে দিয়েছেন পরীমণি।
advertisement
8/11
বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে নায়িকা নিজেই জানিয়েছেন, এখনও তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়নি। কিন্তু, এই সম্পর্ক ভাঙার জন্যই রাজের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। এবং আইনি চিঠিও পাঠিয়ে দেবেন খুব তাড়াতাড়ি।
বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে নায়িকা নিজেই জানিয়েছেন, এখনও তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়নি। কিন্তু, এই সম্পর্ক ভাঙার জন্যই রাজের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। এবং আইনি চিঠিও পাঠিয়ে দেবেন খুব তাড়াতাড়ি।
advertisement
9/11
সংবাদমাধ্যম সূত্রেই জানা যায়, বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে সমস্যা চলছিল, কিন্ত একরত্তি সন্তানের জন্য মানিয়ে চলছিলেন তাঁরা। কিন্তু আর সম্ভব হচ্ছে না বলে জানান নায়িকা। রাজের আচার-আচরণের সঙ্গে মানিয়ে নেওয়া অসম্ভব বলে দাবি পরীমণির।
সংবাদমাধ্যম সূত্রেই জানা যায়, বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে সমস্যা চলছিল, কিন্ত একরত্তি সন্তানের জন্য মানিয়ে চলছিলেন তাঁরা। কিন্তু আর সম্ভব হচ্ছে না বলে জানান নায়িকা। রাজের আচার-আচরণের সঙ্গে মানিয়ে নেওয়া অসম্ভব বলে দাবি পরীমণির।
advertisement
10/11
ঢাকার সংবাদমাধ্যম মারফত খবর, তাঁদের মধ্যে যে সমস্যা চলছিল, তা নাকি তাঁদের ঘনিষ্ঠমহলের অনেকেই জানতেন। দম্পতির বিবাধ এক সময়ে হাতাহাতির পর্যায়েও পৌঁছে যায়। শুধু তা-ই নয়, মাসখানেক আগে পরীমণি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাও নাকি বৈবাহিক অশান্তির কারণেই।
ঢাকার সংবাদমাধ্যম মারফত খবর, তাঁদের মধ্যে যে সমস্যা চলছিল, তা নাকি তাঁদের ঘনিষ্ঠমহলের অনেকেই জানতেন। দম্পতির বিবাধ এক সময়ে হাতাহাতির পর্যায়েও পৌঁছে যায়। শুধু তা-ই নয়, মাসখানেক আগে পরীমণি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাও নাকি বৈবাহিক অশান্তির কারণেই।
advertisement
11/11
প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে নিজের স্বামীর সঙ্গে বাংলাদেশের আরও এক অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের বন্ধুত্ব নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছিলেন পরীমণি। এই বিচ্ছেদের সঙ্গে কি তৃতীয় ব্যক্তির হাত রয়েছে? তা অবশ্য স্পষ্ট নয়।
প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে নিজের স্বামীর সঙ্গে বাংলাদেশের আরও এক অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের বন্ধুত্ব নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছিলেন পরীমণি। এই বিচ্ছেদের সঙ্গে কি তৃতীয় ব্যক্তির হাত রয়েছে? তা অবশ্য স্পষ্ট নয়।
advertisement
advertisement
advertisement