ফিরে দেখা ২০১৭: বছরভর বাহুবলি ম্যানিয়া

Last Updated:

‘কাটাপ্পা নে বাহুবলী কো কিঁউ মারা’। এই প্রশ্নেই জর্জরিত ছিলেন সিনেমাপ্রেমীরা।

#কলকাতা: ‘কাটাপ্পা নে বাহুবলী কো কিঁউ মারা’। এই প্রশ্নেই জর্জরিত ছিলেন সিনেমাপ্রেমীরা। অবশেষে, ২০১৭’‘র এপ্রিলে মিলল সেই প্রশ্নের উত্তর। প্রমাণ মিলল আরও এক কথার, ছবি ভাল হলে দর্শক তা গ্রহণ করবেই। তাই তো একটি রিজিওনাল ল‍্যাঙ্গুয়েজ ছবি ডাব করতে হল জাপানিজ ভাষায়। আর ব‍্যবসা, পনেরশো কোটি টাকা ওয়ার্ল্ডওয়াইড। শূণে‍্যর হিসাব করতে গিয়ে পাগল হলেও হতে পারেন। ছবির প্রথম ভাগের পর দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শেষ ভাগের জন‍্য, এবং ছবি নিয়ে যে প্রত‍্যাশা ছিল তা ছাপিয়ে অন‍্যই মাত্রা পেল ছবি। এর সঙ্গেই এস এস রাজামৌলির গ্রাফ একধাক্কায় বেড়ে গেল অনেকটা।
প্রভাস হিরো হিসাবে জনপ্রিয় তো ছিলেনই, বাহুবলীর পর প্রভাসের কেরিয়ারে যে আর কোন বাধাই থাকল না, তা তো বুঝতে অসুবিধা নেই কারোর। তবে এবার কী. এত হিট ফ্র্যাঞ্চাইজি, এত বানিজ‍্য এরপর? ফ্র্যাঞ্চাইজি কী এখানেই থমকে যাবে না কী আবারও এই হলিউডি গ্র্যাঞ্জার নিয়ে আসবেন রাজামৌলি? এবার উঠছে সেই প্রশ্ন। যদিও পরিচালকের কোনও বক্তব‍্য নেই, তবে বইয়ের আকারে বাহুবলীর একটি প্রিকুয়েল প্রকাশ হওয়াতে খানিক আশার আলো বইকি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফিরে দেখা ২০১৭: বছরভর বাহুবলি ম্যানিয়া
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement