ফিরে দেখা ২০১৭: বছরভর বাহুবলি ম্যানিয়া
Last Updated:
‘কাটাপ্পা নে বাহুবলী কো কিঁউ মারা’। এই প্রশ্নেই জর্জরিত ছিলেন সিনেমাপ্রেমীরা।
#কলকাতা: ‘কাটাপ্পা নে বাহুবলী কো কিঁউ মারা’। এই প্রশ্নেই জর্জরিত ছিলেন সিনেমাপ্রেমীরা। অবশেষে, ২০১৭’‘র এপ্রিলে মিলল সেই প্রশ্নের উত্তর। প্রমাণ মিলল আরও এক কথার, ছবি ভাল হলে দর্শক তা গ্রহণ করবেই। তাই তো একটি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ছবি ডাব করতে হল জাপানিজ ভাষায়। আর ব্যবসা, পনেরশো কোটি টাকা ওয়ার্ল্ডওয়াইড। শূণে্যর হিসাব করতে গিয়ে পাগল হলেও হতে পারেন। ছবির প্রথম ভাগের পর দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শেষ ভাগের জন্য, এবং ছবি নিয়ে যে প্রত্যাশা ছিল তা ছাপিয়ে অন্যই মাত্রা পেল ছবি। এর সঙ্গেই এস এস রাজামৌলির গ্রাফ একধাক্কায় বেড়ে গেল অনেকটা।
প্রভাস হিরো হিসাবে জনপ্রিয় তো ছিলেনই, বাহুবলীর পর প্রভাসের কেরিয়ারে যে আর কোন বাধাই থাকল না, তা তো বুঝতে অসুবিধা নেই কারোর। তবে এবার কী. এত হিট ফ্র্যাঞ্চাইজি, এত বানিজ্য এরপর? ফ্র্যাঞ্চাইজি কী এখানেই থমকে যাবে না কী আবারও এই হলিউডি গ্র্যাঞ্জার নিয়ে আসবেন রাজামৌলি? এবার উঠছে সেই প্রশ্ন। যদিও পরিচালকের কোনও বক্তব্য নেই, তবে বইয়ের আকারে বাহুবলীর একটি প্রিকুয়েল প্রকাশ হওয়াতে খানিক আশার আলো বইকি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2017 4:10 PM IST