Bads Of Bollywood Trailer: বলিউডের রাঘব বোয়ালদের 'দাদাগিরি' শাহরুখের ছেলের সিরিজে, মুক্তি পেল সাড়ে ৩ মিনিটের ট্রেলার! না দেখলে বড় মিস
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bads Of Bollywood Trailer: অবশেষে প্রকাশ্যে এল শাহরুখ খানের ছেলে আরিয়ানর খানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ বহু প্রতীক্ষিত 'ব্যাডস অফ বলিউড'-এর ট্রেলার।
মুম্বই: অবশেষে প্রকাশ্যে এল শাহরুখ খানের ছেলে আরিয়ানর খানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ বহু প্রতীক্ষিত ‘ব্যাডস অফ বলিউড’-এর ট্রেলার। প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেলারে বলিউডের অন্দরমহলের নানা কীর্তি ফাঁস করার মতো করে দেখানো হয়েছে।
এক ঝলক রয়েছেন আমির খান, এক ঝলক রয়েছেন শাহরুখ খানও। তবে দর্শকের কতটা মন ভরল এই ট্রেলারে তা নিয়ে মতভেদ রয়েছে। মূলত বলিউডের বাইরের এক নায়কের লড়াই দেখানো হয়েছে।
advertisement
advertisement
বলিউডের রাঘব বোয়ালদের ‘দাদাগিরি’ থেকে আন্ডারওয়ার্ল্ড যোগ, ‘ইডলি-বড়া পাও’ তরজা থেকে এক মধ্যবিত্ত বাড়ির ছেলের সুপারস্টার হয়ে ওঠার নেপথ্যকাহিনি, এক সিরিজেই যাবতীয় প্লট রেখে গল্প বুনেছেন বাদশার ছেলে আরিয়ান খান।
আরও পড়ুন: ক্যানসারের প্রতিষেধক তৈরি করে ফেলল রাশিয়া? ক্লিনিকাল ট্রায়ালে ১০০% সফল ‘এন্টেরোমিক্স’ টিকা! মারণরোগ থেকে এবার মুক্তি?
তবে চমক এখানেই শেষ নয়, সলমান খানও রয়েছেন এই সিরিজে। আরিয়ান খান পরিচালিত সিরিজে কোন চরিত্রে দেখা যাবে ইন্ডাস্ট্রির ‘তিন খান’কে? উত্তর পেতে অপেক্ষার আর মাত্র ১০ দিন। কারণ আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘ব্যাডস অফ বলিউড’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 7:32 PM IST