Ayushmann Khurrana: ছবি মুক্তির আগেই শোকের ছায়া! বাবাকে হারালেন আয়ুষ্মান খুরানা

Last Updated:

বাবাকে হারালেন আয়ুষ্মান খুরানা। প্রয়াত হলেন খ্যতনামা জ্যোতিষী পি খুরানা।

 ছবি মুক্তির আগেই শোকের ছায়া! বাবাকে হারালেন আয়ুষ্মান খুরানা
ছবি মুক্তির আগেই শোকের ছায়া! বাবাকে হারালেন আয়ুষ্মান খুরানা
মুম্বই: বাবাকে হারালেন আয়ুষ্মান খুরানা। প্রয়াত হলেন খ্যতনামা জ্যোতিষী পি খুরানা। শুক্রবার সকালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন পি খুরানা। বহুদিন ধরেই হৃদরোগের সম্যায় ভুগছিলেন  বলে জানা গিয়েছে।
বেশ কিছু সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে,  মোহালির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আয়ুষ্মানের পিতা কিন্তু চিকিৎসকদের বহু চেষ্টার পরেও তাঁকে বাঁচানো যায়নি।
advertisement
আয়ুষ্মান খুরানার ভাই অপারশক্তির মুখপাত্রের তরফে একটি বিবৃতি জারি করে পি খুরানার মৃত্যু সংবাদ জানানো হয়। বিবৃতিতে লেখা হয় ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আয়ুষ্মান ও অপারশক্তি খুরানার বাবা জ্যোতিষী পি খুরানা আজ সকাল সাড়ে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।” শুক্রবারবিকেল ৫.৩০ মিনিটে নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
advertisement
বাবার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক ছিল দুই অভিনেতার। ২০২০ সালে, আয়ুষ্মান খুরানা বাবার জন্মদিনে তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করেন।  জন্মদিনে বাবাকে অভিনন্দন জানিয়ে,  তাঁকে বিশ্বের সেরা পিতা হিসাবে বর্ণনা করেন অভিনেতা।
প্রয়াত পি খুরানা আইনের ছাত্র ছিলেন বলে জানা গিয়েছে। তবে জ্যোতিষচর্চাতেই বেশি আগ্রহী ছিলেন তিনি। জ্যোতিষবিদ্যার বেশ কিছু বইও লিখেছিলেন। পি খুরানার হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ পরিবার ও বন্ধুমহল।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ayushmann Khurrana: ছবি মুক্তির আগেই শোকের ছায়া! বাবাকে হারালেন আয়ুষ্মান খুরানা
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement