Ayushmann Khurrana: ছবি মুক্তির আগেই শোকের ছায়া! বাবাকে হারালেন আয়ুষ্মান খুরানা
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
বাবাকে হারালেন আয়ুষ্মান খুরানা। প্রয়াত হলেন খ্যতনামা জ্যোতিষী পি খুরানা।
মুম্বই: বাবাকে হারালেন আয়ুষ্মান খুরানা। প্রয়াত হলেন খ্যতনামা জ্যোতিষী পি খুরানা। শুক্রবার সকালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন পি খুরানা। বহুদিন ধরেই হৃদরোগের সম্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে।
বেশ কিছু সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, মোহালির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আয়ুষ্মানের পিতা কিন্তু চিকিৎসকদের বহু চেষ্টার পরেও তাঁকে বাঁচানো যায়নি।
advertisement
আয়ুষ্মান খুরানার ভাই অপারশক্তির মুখপাত্রের তরফে একটি বিবৃতি জারি করে পি খুরানার মৃত্যু সংবাদ জানানো হয়। বিবৃতিতে লেখা হয় ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আয়ুষ্মান ও অপারশক্তি খুরানার বাবা জ্যোতিষী পি খুরানা আজ সকাল সাড়ে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।” শুক্রবারবিকেল ৫.৩০ মিনিটে নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
advertisement
বাবার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক ছিল দুই অভিনেতার। ২০২০ সালে, আয়ুষ্মান খুরানা বাবার জন্মদিনে তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। জন্মদিনে বাবাকে অভিনন্দন জানিয়ে, তাঁকে বিশ্বের সেরা পিতা হিসাবে বর্ণনা করেন অভিনেতা।
প্রয়াত পি খুরানা আইনের ছাত্র ছিলেন বলে জানা গিয়েছে। তবে জ্যোতিষচর্চাতেই বেশি আগ্রহী ছিলেন তিনি। জ্যোতিষবিদ্যার বেশ কিছু বইও লিখেছিলেন। পি খুরানার হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ পরিবার ও বন্ধুমহল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 6:11 PM IST