Anuradha Paudwal || Arijit Singh: এত খারাপ? অরিজিতের গানে আতঙ্কিত হয়ে কান্না! ক্ষোভ উগরে দিলেন জনপ্রিয় গায়িকা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Anuradha Paudwal || Arijit Singh: অরিজিতের সেই গান শুনেই স্তম্ভিত বর্ষীয়ান গায়িকা অনুরাধা পারোয়াল। নিজের গাওয়া গানের পুনর্নির্মাণ তাঁর মনে ধরেনি একেবারেই।
কলকাতা: তাঁর গানকে ভাঙা মনের অ্যান্থেম বলেন অনেকেই। প্লে লিস্টে ‘তুম হি হো’ বা ‘চান্না মেরেয়া’ অচিরেই উস্কে দেয় নস্টালজিয়া। এ হেন অরিজিৎ সিংয়ের গান যে কত জনকে কাঁদিয়েছে, তার ইয়ত্তা নেই! তবে এ বার যা হল, তা সকলকেই অবাক করেছে।
১৯৮৮ সালে ‘দয়াবান’ ছবিতে লক্ষ্মীকান্ত-প্যারেলাল রচিত ‘আজ ফির তুম পে’ গেয়েছিলেন অনুরাধা এবং পঙ্কজ উদাস। সেই সময় গানটি খুবই জনপ্রিয় হয়। কাট টু ২০১৪। ‘হেট স্টোরি’-তে সেই গানের রিমেক করা হয়। গেয়েছিলেন অরিজিৎ। আর তাঁর সেই গান শুনেই স্তম্ভিত বর্ষীয়ান গায়িকা অনুরাধা পারোয়াল। নিজের গাওয়া গানের পুনর্নির্মাণ তাঁর মনে ধরেনি একেবারেই। এ বিষয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন গায়িকা।
advertisement
অনুরাধা জানান, অরিজিতের গাওয়া রিমেকটি এতই খারাপ লাগে যে, সেটির রেশ কাটাতে তাঁকে নিজের গাওয়া গানটি শুনতে হয়। তিনি বলেন, “আমি মাঝেমধ্যে নিজের গান শুনি। কিন্তু সেগুলি ভক্তিগীতি। কিন্তু তা ছাড়াও কখন নিজের গান শুনি জানেন? যখন নিজের গানের রিমেক শুনে আতঙ্কিত হয়ে পড়ি, তখন শুনি।”
advertisement
advertisement
উদাহরণ হিসেবে অরিজিতের গাওয়া ‘আজ ফির তুমপে’র প্রসঙ্গ আনেন অনুরাধা। তাঁর কথায়, “এ রকম হয়েছিল যখন একজন আমাকে ‘দয়াবান’-এর ‘আজ ফির তুম পে’-র রিমিক্স শুনতে বলেছিল। সে বলেছিল, গানটি সুপারহিট। গানটি শুনে আমি কেঁদে ফেলেছিলাম। তখনই ইউটিউবে গিয়ে নিজের গাওয়া গানটি শুনেছিলাম। তার পর একটু শান্তি পাই।”
advertisement
‘আশিকি’, ‘দিল হ্যায় কে মানতা নাহি’, ‘তেজাব’, এবং ‘রাম লখন’-এর মতো সফল ছবিতে গান গেয়েছেন অনুরাধা। হিন্দি ছাড়াও, তামিল, নেপালি, বাংলা, কন্নড় এবং অন্যান্য ভাষায় গান গেয়েছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 4:54 PM IST