Arunita Kanjilal Pawandeep Rajan: প্রেম জমে ক্ষীর! পবনদীপের বোনের বিয়েতে হাজির অরুণিতা, দেখুন একসঙ্গে কী করলেন তাঁরা...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
শো-এর সঞ্চালক থেকে বিচারক এবং ভক্তরাও জুটি তৈরি করে ফেলেছিলেন পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলালকে (Arunita Kanjilal Pawandeep Rajan)।
#চম্পাওয়াত: টেলিভিশনের জনপ্রিয় গানের রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল ১২-র মঞ্চে নজর কেড়েছিলেন দুই প্রতিযোগী। চ্যাম্পিয়ন হয়েছিলেন উত্তরাখণ্ডের পাহাড়ি ছেলে পবনদীপ রাজন ও দ্বিতীয় স্থানে ছিলেন বাংলার বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal Pawandeep Rajan)। অনুষ্ঠান চলাকালীনই পবনদীপ ও অরুণিতার মধ্যে রসায়ন জমে উঠেছে বলে অনেক সময়ই শোনা যেত। শো-এর সঞ্চালক থেকে বিচারক এবং ভক্তরাও জুটি তৈরি করে ফেলেছিলেন পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলালকে (Arunita Kanjilal Pawandeep Rajan)। ফের তাঁদের বহুদিন পর একসঙ্গে পাওয়া গেল উত্তরাখণ্ডে।
উত্তরাখণ্ডের চম্পাওয়াতে পবনদীপের বোনের বিয়েতে একেবারে আত্মীয়ের মতোই হাজির অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal Pawandeep Rajan)। বোনের মেহেন্দি থেকে বিয়ের সমস্ত অনুষ্ঠান একসঙ্গে পবন ও অরুণিতাকে দেখা গিয়েছে। যেন পরিবারেরই সদস্য তিনি। ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ভিডিও দেখে মন্তব্য করেছেন, 'অরুণিতা ও পবনদীপের প্রেম জমে ক্ষীর'। অনেকেই আবার বলছেন, এবার তাহলে ওদেরই বিয়ের পালা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: জমজমাট প্রেম! মুক্তি পেল হিমেশের সুরে প্রথম রোম্যান্টিক গান পবনদীপ-অরুণিতার, শুনেছেন?
সোশ্যাল মিডিয়ায় 'অরুদীপ'-এর ফ্যানপেজে এই ছবি ও ভিডিওগুলি শেয়ার করেছে পরিবার, বন্ধু-অনুরাগীরা। আর তা নিমেষে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে সব ছবি ও ভিডিও। যেমন গায়ে হলুদের ফটোতে দু'জনকেই দেখা গিয়েছে হলুদ পোশাকে। একসঙ্গে অতিথিদের সঙ্গে ছবিও তুলেছেন তাঁরা। কনের পাশে পাশেই অরুণিতাকে দেখা গিয়েছে বেশিরভাগ সময়। সঙ্গে বিয়ের নানা আচার অনুষ্ঠানেও সামিল হয়েছিলেন বাঙালি কন্যে। শাড়ি পরে বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে গানও গেয়েছেন পবন ও অরুণিতা।
advertisement
ইন্ডিয়ান আইডলের মঞ্চেই চ্যাম্পিয়ানের নাম ঘোষণার পরই স্টেজ সাক্ষী ছিল পবন-অরুণিতার 'প্রেমকাহিনি'র। পবনদীপের নাম ঘোষণার পর তিনি জড়িয়ে ধরেন অরুণিতাকে। প্রথম ও দ্বিতীয় হওয়ার এই আনন্দের মাঝেও যেন পূর্ণতা পেয়েছিল তাঁদের বিশেষ 'বন্ধুত্ব'-এর সম্পর্ক। পবন বা অরুণিতা কেউই নিজে মুখে সম্পর্কের কথা স্বীকার না করলেও, ইন্ডিয়ান আইডলের বেশিরভাগ ফ্যানই তাঁদেরকে প্রেমিক-প্রেমিকা হিসেবেই মেনে নিয়েছেন। যা এখনও একই রকম রয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2022 8:04 PM IST