Jaya Bachchan-Arshad Warsi: ‘না হয় দু’-চারটে গালিই শুনে নেব’; জয়ার প্রসঙ্গে কেন এমন মন্তব্য আরশাদের
Last Updated:
Jaya Bachchan-Arshad Warsi: সম্প্রতি নিজের প্রথম ছবির মজার কিছু সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। বিশেষ করে অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে তাঁর প্রথম আলাপের অভিজ্ঞতা কেমন ছিল, সেটাও জানিয়েছেন তিনি।
বর্তমানে ‘অসুর ২’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য শিরোনামে রয়েছেন অভিনেতা আরশাদ ওয়ারসি। বরাবরই দক্ষ অভিনয়ের জোরে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবির সেই সার্কিটকে সত্যিই না ভালবেসে থাকা যায় না! এভাবেই বারবার নিজের দক্ষতা প্রদর্শন করেছেন আরশাদ ওয়ারসি। তবে সম্প্রতি নিজের প্রথম ছবির মজার কিছু অভিজ্ঞতা সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। বিশেষ করে অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে তাঁর প্রথম আলাপের অভিজ্ঞতা কেমন ছিল, সেটাও জানিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে আরশাদ ওয়ারসি জানিয়েছেন যে, পরিচালক জয় অগাস্টিনের থেকেই এসেছিল প্রথম অফারটি। তিনি তখন অমিতাভ বচ্চনের প্রোডাকশন কোম্পানি এবিসিএল-এর হয়ে ছবি তৈরি করছিলেন। অভিনেতাকে জয় জানিয়েছিলেন যে, তিনি আগেই প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলে নিয়েছেন। শুধু আরশাদের ছবি পাঠাতে বলেছিলেন।
তার জবাবে আরশাদ বলেছিলেন, “আমি অভিনয় পারি না, আমার সঙ্গে এমনটা কোরো না।” কিন্তু কেন এমনটা বলেছিলেন অভিনেতা? তিনি ব্যাখ্যা করে বলেন যে, “যাঁরা এখানে অভিনেতা হওয়ার জন্য আসেন, তাঁরা সকলেই তো আর তা হতে পারেন না। এটা আমরা সকলেই জানি। ধরা যাক, হিরো হওয়ার জন্য একটি দরিদ্র ঘরের ছেলে গ্রাম থেকে এখানে এল। সে হয়তো অভিনয়টা করতে পারল না। পরে দেখা গেল, সে বাসে করে এ-দিক সে-দিক যাচ্ছে। আমি আসলে সেই দরিদ্র ছেলেটির মতো হতে চাইনি।”
advertisement
advertisement
তাহলে কীভাবে আরশাদ ওয়ারসি অভিনেতা হলেন? তার পুরো কৃতিত্বটাই অবশ্য পাবেন অভিনেত্রী জয়া বচ্চন। জয়ের প্রস্তাব নাকচ করার পরেই জয়া বচ্চনের ফোন পান আরশাদ। স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমি ভেবেছিলাম তিনি (জয়া বচ্চন) বোধহয় আমাকে তাড়িয়ে দেবেন। খালি মনে হচ্ছিল, জয়া বচ্চনই তো! তিনিই তাহলে আমায় বহিষ্কার করুন! আর কেনই বা তা হবে না? তিনি তো অমিতাভ বচ্চনের বৌ! তাঁর থেকে বরং দু-চারটে গালি খেয়ে নেওয়াই ভাল! এটাই আমার জীবনের গল্প হয়ে যাবে! ফোনের ও-পারে স্বয়ং জয়া বচ্চন। আর এদিকে আমি এই সব ভেবে চলেছি। ও-দিক থেকে তখন তিনি আমায় জিজ্ঞাসা করছেন যে, আমি হিন্দি বলতে পারি কি না। কিন্তু আমি ইংরাজিতেই জবাব দিই যে আমি হিন্দি বলতে পারি। কারণ আমি সেই সময় প্রচণ্ড আতঙ্কে ছিলাম। জয়া বচ্চন বলেছিলেন যে, তুমিই এই ছবিটা করছো। এটা শুনে আমি বলেছিলাম, সব কিছু শেষ।”
advertisement
আরও পড়ুন: করিনা থেকে রণবীর, এই ৬ বলি-তারকা নাকি খুব বদমেজাজি, প্রকাশ্যে খারাপ ব্যবহার করার ‘বদনাম’ রয়েছে
এই ঘটনার পরে কেটে গিয়েছে অনেকগুলো বছর। জয়া বচ্চন না থাকলে বোধহয় আজ ভক্তরা আরশাদ ওয়ারসিকে পেতেন না। পরে অবশ্য বচ্চন-ঘরণীর এই সিদ্ধান্তের কারণ জানতে চেয়েছিলেন আরশাদ ওয়ারসি। জবাবে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, আরশাদ যে ৩৬টি ছবি পাঠিয়েছিলেন, তার প্রত্যেকটিতে ফুটে উঠেছিল তাঁর ভিন্ন ভিন্ন অভিব্যক্তি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2023 7:57 PM IST