Bollywood: করিনা থেকে রণবীর, এই ৬ বলি-তারকা নাকি খুব বদমেজাজি, প্রকাশ্যে খারাপ ব্যবহার করার 'বদনাম' রয়েছে

Last Updated:
1/7
বলিউড মানেই অলিতে-গলিতে নানা গসিপ! এই ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা আছেন, যাঁদের ব্যবহারের প্রশংসায় পঞ্চমুখ সহশিল্পী, আয়োজক, থেকে ফ্যানেরা। আবার এমন তারকাও আছেন, যাঁদের ব্যবহার নিয়ে নালিশের শেষ নেই। একনজরে দেখে নিন, কোন কোন বলি-তারকার প্রকাশ্যে খারাপ ব্যবহার করার অভিযোগ রয়েছে--
বলিউড মানেই অলিতে-গলিতে নানা গসিপ! এই ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা আছেন, যাঁদের ব্যবহারের প্রশংসায় পঞ্চমুখ সহশিল্পী, আয়োজক, থেকে ফ্যানেরা। আবার এমন তারকাও আছেন, যাঁদের ব্যবহার নিয়ে নালিশের শেষ নেই। একনজরে দেখে নিন, কোন কোন বলি-তারকার প্রকাশ্যে খারাপ ব্যবহার করার অভিযোগ রয়েছে--
advertisement
2/7
ঐশ্বর্য রাই বচ্চন-- অমিতাভের বৌমা নাকি পাবলিক অ্যাপিয়ারেন্স-এর সময় খুবই দুর্ব্যবহার করেন, এমনটাই অভিযোগ।
ঐশ্বর্য রাই বচ্চন-- অমিতাভের বৌমা নাকি পাবলিক অ্যাপিয়ারেন্স-এর সময় খুবই দুর্ব্যবহার করেন, এমনটাই অভিযোগ।
advertisement
3/7
করিনা কাপুর খান-- শ্যুটিং চলাকালীন নাকি করিনার হাজারো বায়নাক্কা। সহশিল্পীদের সঙ্গেও বেবো নাকি খারাপ ব্যবহার করেন, ওঁর অ্যাটিট্যুড নাকি সহ্য করা দায়।
করিনা কাপুর খান-- শ্যুটিং চলাকালীন নাকি করিনার হাজারো বায়নাক্কা। সহশিল্পীদের সঙ্গেও বেবো নাকি খারাপ ব্যবহার করেন, ওঁর অ্যাটিট্যুড নাকি সহ্য করা দায়।
advertisement
4/7
সলমন খান-- ভাইজান-এর রাগ তো 'ফেমাস'! কখনও কারও ক্যামেরা ভাঙছেন, তো কখনও কাউকে প্রকাশ্যে ঘুঁশি মারছেন। এও বলা হয়, সলমন নাকি প্রতিশোধ পরায়ন।
সলমন খান-- ভাইজান-এর রাগ তো 'ফেমাস'! কখনও কারও ক্যামেরা ভাঙছেন, তো কখনও কাউকে প্রকাশ্যে ঘুঁশি মারছেন। এও বলা হয়, সলমন নাকি প্রতিশোধ পরায়ন।
advertisement
5/7
কঙ্গনা রানাওয়াত- মুখকাটা বলে কঙ্গনার 'বদনাম' রয়েছে। সময়ে-অসময়ে তিনি নানা বিতর্কে জড়িয়ে পড়েন।
কঙ্গনা রানাওয়াত- মুখকাটা বলে কঙ্গনার 'বদনাম' রয়েছে। সময়ে-অসময়ে তিনি নানা বিতর্কে জড়িয়ে পড়েন।
advertisement
6/7
রণবীর কাপুর-- একবার নাকি কাপুর খানদানের 'চকোলেট ব্য' এক ফ্যানের ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিয়েছিলেন। কারণ? সেই ফ্যান নাকি তাঁর সঙ্গে ছবি তুলতে চেয়েছিল।
রণবীর কাপুর-- একবার নাকি কাপুর খানদানের 'চকোলেট ব্য' এক ফ্যানের ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিয়েছিলেন। কারণ? সেই ফ্যান নাকি তাঁর সঙ্গে ছবি তুলতে চেয়েছিল।
advertisement
7/7
জয়া বচ্চন--হালে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পরে কীভাবে তিনি পাপারাৎজিদের দেখে চেঁচাচ্ছিলেন। এর আগেও বহুবার কামেরাবন্দি হয়েছে প্রকাশ্যে জয়ার খারাপ ব্যবহারের ভিডিও! যদিও অমিতাভ-জায়া এই বিষয়ে নিরুত্তাপ।
জয়া বচ্চন--হালে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পরে কীভাবে তিনি পাপারাৎজিদের দেখে চেঁচাচ্ছিলেন। এর আগেও বহুবার কামেরাবন্দি হয়েছে প্রকাশ্যে জয়ার খারাপ ব্যবহারের ভিডিও! যদিও অমিতাভ-জায়া এই বিষয়ে নিরুত্তাপ।
advertisement
advertisement
advertisement