Arijit Singh-Koyel roy: বৃষ্টিতে স্টেজে অরিজিৎ, ভিড় থেকেই গলা মেলালেন স্ত্রী কোয়েল, নাচ করলেন হাত ছুড়ে

Last Updated:

Arijit Singh-Koyel roy: একটানা স্টেজের নীচেই দেখতে পাওয়া যায় কোয়েলকে। সকলের সঙ্গে মধুর ব্যবহার করতেও দেখা যায়। সিঁথি ভর্তি সিঁদুর, কপালে লাল টিপ, কালো শাড়ি এবং রংবেরঙের ব্লাউজ তাঁর পরনে।

অরিজিৎ এবং কোয়েল
অরিজিৎ এবং কোয়েল
শিলিগুড়ি: শিলিগুড়ির কনসার্টে একের পর এক মুহূর্ত তৈরি করেছেন গায়ক অরিজিৎ সিং। গত ৪ এপ্রিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কখনও বৃষ্টি পড়ছিল, কখনও পরিষ্কার আকাশ ছিল। তার মাঝেই একের পর এক প্রেমর গানে আবেগতাড়িত দর্শকরা।
কখনও অরিজিৎ সকলকে মনে করান, শিলিগুড়িতেও আরও বেশি হাসপাতাল তৈরি হওয়া দরকার। যাতে চিকিৎসা নিয়ে সেখানকার বাসিন্দারা নিশ্চিন্ত হতে পারেন। একই সঙ্গে খোলা মাঠের গুরুত্বের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। সুস্বাস্থ্য ধরে রাখতে খেলাধূলা কেন প্রয়োজন, সেই বিষয়েও কথা বলেন তিনি। স্বাস্থ্যের পাশাপাশি শিক্ষার পরিকাঠামোর দিকে নজর দেওয়ার বার্তাও দেন অরিজিৎ।
advertisement
advertisement
কেবল সুরের জোয়ারে নয়, অরিজিতের বার্তাতেও ভাসে উত্তরবঙ্গের দর্শকরা। সেখানেই স্টেজের বাইরে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে সুন্দর মুহূর্ত তৈরি করেছেন গায়কের স্ত্রী কোয়েল রায়। অরিজিতের সমস্ত ফ্যানপেজে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে শিলিগুড়ির সেই মুহূর্তের ভিডিও।
advertisement
advertisement
বৃষ্টির মধ্যে গান গেয়ে আরও রোম্যান্টিক পরিবেশ তৈরি করেছেন অরিজিৎ। স্টেজের ঠিক নীচে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো স্বামীর গান শুনছিলেন কোয়েল। ভিডিওতে দেখা যাচ্ছে, গান শুনতে শুনতে বারবার নিজেই গেয়ে উঠছিলেন কোয়েল। ‘ম্যাঁয় ফির ভি তুমকো চাহুঙ্গা’ গানে গলা মেলালেন তিনি। ‘ঝুমে যো পাঠান’ গানে আবার হাত ছুড়ে নাচলেনও বাঙালি বধূ।
advertisement
একটানা স্টেজের নীচেই দেখতে পাওয়া যায় কোয়েলকে। সকলের সঙ্গে মধুর ব্যবহার করতেও দেখা যায়। সিঁথি ভর্তি সিঁদুর, কপালে লাল টিপ, কালো শাড়ি এবং রংবেরঙের ব্লাউজ তাঁর পরনে। চোখে চশমা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh-Koyel roy: বৃষ্টিতে স্টেজে অরিজিৎ, ভিড় থেকেই গলা মেলালেন স্ত্রী কোয়েল, নাচ করলেন হাত ছুড়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement