পৃথিবীর চারিদিকে ঘুরছে সূর্য ! কলকাতা চলচ্চিত্র উৎসবে কেসি পালের জীবনচিত্র
Last Updated:
#কলকাতা: এক উৎসব শেষে, আরেক উৎসব শুরু ৷ এই উৎসব ছবির উৎসব ৷ দেশি-বিদেশি সিনেমার উৎসব ৷ শহরজুড়ে তাই সিনেপ্রেমিদের কৌতুহল ৷ ১১ থেকে ১৭ গোটা কলকাতা মেতে উঠেছে ছবির মেলায় ৷ আর এবার কলকাতা চলচ্চিত্র উৎসবের বয়স ২৪ বছর !
এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবের পর্দায় সিনেপ্রেমিরা দেখতে চলেছে এমন অনেক ছবি, যা কিনা প্রচারের বাইরে থেকেও কৌতুহল জাগিয়েছে সিনেপ্রেমিদের মনে ৷ এমনই একটি ছবি অরিজিৎ বিশ্বাসের ‘sun goes around the earth’ ৷ সম্প্রতি বলিউডে তুফান তোলা ছবি ‘অন্ধাধুন’-এর চিত্রনাট্যকর হিসেবেই পরিচিতি পেয়েছিলেন অরিজিৎ ৷ তবে এই ছবি একেবারেই তাঁর প্রথম পরিচালনা ৷ ছবিতে দেখা যাবে অভিনেতা অঞ্জন দত্তকে ৷
advertisement
মূলত, কলকাতার রাস্তায় যারা নজর রেখেছেন ৷ তা দক্ষিণ কলকাতা হোক বা উত্তর কলকাতা ৷ কিংবা হাওড়া সংলগ্ন এলাকা ৷ দেওয়ালে, ট্রেনের কামরায়, স্টেশনে, সব দিকেই নজরে পড়েছে, একটাই লিখন ৷ আর তা হল, পৃথিবী নয়, সূর্যই ঘুরছে পৃথিবীর চারিদিকে ৷ নীচে লেখা কে সি পাল ৷ এই কেসি পালের জীবনী, ভাবনাকে চিত্রনাট্যে বন্দি করেছেন পরিচালক অরিজিৎ ৷ ছবিটি এবার দেখানো হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2018 3:46 PM IST