পৃথিবীর চারিদিকে ঘুরছে সূর্য ! কলকাতা চলচ্চিত্র উৎসবে কেসি পালের জীবনচিত্র

Last Updated:
#কলকাতা: এক উৎসব শেষে, আরেক উৎসব শুরু ৷ এই উৎসব ছবির উৎসব ৷ দেশি-বিদেশি সিনেমার উৎসব ৷ শহরজুড়ে তাই সিনেপ্রেমিদের কৌতুহল ৷ ১১ থেকে ১৭ গোটা কলকাতা মেতে উঠেছে ছবির মেলায় ৷ আর এবার কলকাতা চলচ্চিত্র উৎসবের বয়স ২৪ বছর !
এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবের পর্দায় সিনেপ্রেমিরা দেখতে চলেছে এমন অনেক ছবি, যা কিনা প্রচারের বাইরে থেকেও কৌতুহল জাগিয়েছে সিনেপ্রেমিদের মনে ৷ এমনই একটি ছবি অরিজিৎ বিশ্বাসের ‘sun goes around the earth’ ৷ সম্প্রতি বলিউডে তুফান তোলা ছবি ‘অন্ধাধুন’-এর চিত্রনাট্যকর হিসেবেই পরিচিতি পেয়েছিলেন অরিজিৎ ৷ তবে এই ছবি একেবারেই তাঁর প্রথম পরিচালনা ৷ ছবিতে দেখা যাবে অভিনেতা অঞ্জন দত্তকে ৷
advertisement
মূলত, কলকাতার রাস্তায় যারা নজর রেখেছেন ৷ তা দক্ষিণ কলকাতা হোক বা উত্তর কলকাতা ৷ কিংবা হাওড়া সংলগ্ন এলাকা ৷ দেওয়ালে, ট্রেনের কামরায়, স্টেশনে, সব দিকেই নজরে পড়েছে, একটাই লিখন ৷ আর তা হল, পৃথিবী নয়, সূর্যই ঘুরছে পৃথিবীর চারিদিকে ৷ নীচে লেখা কে সি পাল ৷ এই কেসি পালের জীবনী, ভাবনাকে চিত্রনাট্যে বন্দি করেছেন পরিচালক অরিজিৎ ৷ ছবিটি এবার দেখানো হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পৃথিবীর চারিদিকে ঘুরছে সূর্য ! কলকাতা চলচ্চিত্র উৎসবে কেসি পালের জীবনচিত্র
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement