পেটে গুলি, গলগল করে বেরোল রক্ত! 'খেলনা বাড়ি'র মিতুলের এ কী পরিণতি! ভাইরাল ভিডিও
- Published by:Teesta Barman
Last Updated:
গুলি এসে লাগল পর্দার মিতুলের পেটে। গলগল করে বেরোতে লাগল রক্ত। 'মিতুল!' বলে চিৎকার অন্য পাশ থেকে। কিন্তু তত ক্ষণে প্রায় অসাড় হয়ে গিয়েছে মিতুল। তার পরে দেখা গেল, বিন্দু বিন্দু রক্তের ছোপ মাটিতে।
#কলকাতা: শাড়ি পরে দাঁড়িয়ে আছেন আরাত্রিকা মাইতি। চোখে মুখে আতঙ্কের ছাপ। কয়েক মুহূ্র্তের নীরবতা। হঠাৎ চিৎকার, 'ইন্দ্রবাবু!' তার পরেই ঘটে গেল অঘটন। গুলি এসে লাগল পর্দার মিতুলের পেটে। গলগল করে বেরোতে লাগল রক্ত। 'মিতুল!' বলে চিৎকার অন্য পাশ থেকে। কিন্তু তত ক্ষণে প্রায় অসাড় হয়ে গিয়েছে মিতুল। তার পরে দেখা গেল, বিন্দু বিন্দু রক্তের ছোপ মাটিতে।
ফের শোনা গেল, 'কাটো'। সব কিছুই আবার স্বাভাবিক হয়ে গেল। যেন কিছুই ঘটেনি। বাস্তবে তো সত্যিই এমন কিছু ঘটেনি। এ তো মিতুল আর ইন্দ্রর গল্প। এ তো কেবল স্টুডিও। 'খেলনা বাড়ি'র সেট। আর সেই জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা আরাত্রিকা একটি শটের পর্দার পিছনের ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাই নিয়েই সাড়া পড়েছে নেটপাড়ায়।
advertisement
advertisement
প্রসঙ্গত, সকলকে চমকে দিয়ে গত সপ্তাহের টিআরপি তালিকায় অনেকটা উপরে উঠে এসেছে 'খেলনা বাড়ি'। দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা।
advertisement
advertisement
মিতুল তার পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে মিতুলকে অপহরণ করে অন্যত্র পাচার করে দেওয়ার পরিকল্পনা করে রণ আর অনুরাধা। কিন্তু তাকে বাঁচাতে আসে ইন্দ্র। আর সেখানেই দ্বন্দ্বে গুলি লাগবে মিতুলের। সেই ঘটনার শ্যুটিংয়েরই ভিডিও পোস্ট করেন আরাত্রিকা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2022 1:19 PM IST