Aparajito: অপরাজিতর মতো ছবি বানাতে সাহস লাগে! সত্যজিতের ভূমিকায় জিতু কেমন, কী বলছেন সায়নী

Last Updated:

Aparajito: ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছে শুক্রবার। তার ঠিক আগে একটি লম্বা পোস্ট করেছেন সায়নী।

সত্যজিতের ভূমিকায় জিতু কেমন, কী বলছেন সায়নী
সত্যজিতের ভূমিকায় জিতু কেমন, কী বলছেন সায়নী
#কলকাতা: মুক্তি পেয়েছে অনীক দত্ত পরিচালিত ছবি অপরাজিত। কিংবদন্তি সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা জিতু কমলকে। ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। সত্যজিৎ রায়ের তৈরি পথের পাঁচালী ছবি নির্মাণের নেপথ্যের কথা উঠে এসেছে এই ছবিতে। ছবিতে সত্যজিতের স্ত্রী বিজয়া রায়ের চরিত্রে অভিনয় করেছেন সায়নী ঘোষ।
ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছে শুক্রবার। তার ঠিক আগে একটি লম্বা পোস্ট করেছেন সায়নী। ছবিটি নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, তার প্রতিক্রিয়াও দিয়েছেন অভিনেত্রী। সায়নী লিখছেন, "অপরাজিত সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ এবং উত্তেজনা নজর কাড়া।। ছবিটি আজকে রিলিজ করছে এবং ইতিমধ্যেই 40% প্রি-বুকিং শুরু হয়েছে । মানিক বাবুর পথের পাঁচালী বানাতে যা সময় বা কষ্ট বা ধৈর্য লেগেছিল, সেই তুলনায় কম হলেও অপরাজিত ছবি বানাতে স্পট বয় থেকে শুরু করে প্রোডিউসার সবার ই কাল ঘাম ছুটে গেছে।"
advertisement
অভিনেত্রী লিখছেন, "লজিস্টিকস এর সমস্যা, অনসম্বল কাস্টিং, চ্যালেঞ্জিং ওয়েদার কন্ডিশান, লোকেশন এর সমস্যা এত কিছুর মধ্যেও প্রোডিউসার ফিরদৌসুল হাসান এবং পরিচালক Anik Dutta ছবিটাকে নিখুঁত ভাবে তৈরী করেছেন।। অনিক দার সঙ্গে সেই সর্ষে বাটার বিজ্ঞাপন থেকে আলাপ। মাঝেও আর একটা ছবি। আর প্রোডিউসারের সঙ্গে সেই নাটকের মতো থেকে।। বরাবরই কাজের ক্ষেত্রে একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং এবং কমফোর্ট জোন কাজ করে। "
advertisement
advertisement
অনীক দত্তর ছবিতে কাজ করা নিয়ে সায়নী লিখেছেন, "অনিক দত্তর ছবি নিয়ে প্রায় এক বছর পর শ্যুটিং ফ্লোর এবং বড় পর্দায় ফেরা যেকোনো অভিনেতার কাছে একটি বিশেষ প্রাপ্তি।। ওনার সাথে কাজ করা যেকোনো কলা কুশলির কাছে একটা ইন্টার্নশিপ এর থেকে কম কিছু না।। প্রত্যেক বার অনিক দত্তর ছবিতে কাজ করে নতুন কিছু শিখি এবং চেষ্টা করি সেই শিক্ষা টাকে পরবর্তী ছবিতে কাজে লাগাতে। আশা করছি সব কিছু কে সঙ্গে নিয়ে বা সব কিছুর উর্ধ্বে গিয়ে আগামী দিনেও অনেক অর্থ পূর্ণ কাজ আমরা একসঙ্গে করতে পারবো।"
advertisement
সত্যজিৎ রায়ের চরিত্রে জিতুর অভিনয় নিয়ে সায়নী বলেছেন, "মানিক বাবুর চরিত্রে জিতু কমল একটি বিশেষ পাওনা।। ছবিটা দেখতে দেখতে আমাদের কিছু জায়গাতে আপনাদের সত্যি মনে হবে আপনারা সত্যজিৎ রায় কেই দেখছেন। প্রত্যেকটি কলাকুশলী মিলিয়ে ছবিটা যে যত্ন সহকারে বানিয়েছেন, এই ছবিটার নির্দ্বিধায় হল ভর্তি দর্শক প্রাপ্য।"
সবশেষে সমস্ত বাংলা ছবি হলে গিয়ে দেখার অনুরোধ করেছেন সায়নী। অভিনেত্রী লিখেছেন, "প্রত্যেকটি বাংলা ছবি হলে গিয়ে দেখুন। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করুন। অপরাজিত র মতোন ছবি বানানোর সাহস বা দুঃসাহসিকতা যেই প্রত্যেক পরিচালক রা দেখান, তাদের পাশে থাকুন । ছবিটা দেখে ভালো লাগল অন্যদের দেখতে বলুন।। এই ছবি বিদেশে নানান জায়গায় ডাক পাচ্ছে।। মানুষের ভালো লাগছে। কিন্তু নিজের দেশের নিজের রাজ্যের দর্শকদের মতামত, তাদের প্রশংসা, বা সমালোচনা সবটার ই একটা আলাদা স্বাদ এবং গুরুত্ব থাকে।। মানিক বাবুর কাছেও ছিল।। অনিক বাবুর কাছেও আছে।"
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparajito: অপরাজিতর মতো ছবি বানাতে সাহস লাগে! সত্যজিতের ভূমিকায় জিতু কেমন, কী বলছেন সায়নী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement