মুখ আড়াল করে মুম্বইয়ের রাস্তায় স্কুটি চেপে ঘুরে বেড়ালেন বিরাট-অনুষ্কা! দেখুন ভিডিও

Last Updated:

আচমকা দেখা গেল,  মুম্বইয়ের রাস্তায় স্কুটি চেপে ঘুরে বেড়াচ্ছেন তারকা দম্পতি। বিরাটের পরনে সবুজ টি শার্ট-কালো প্যান্ট। নায়িকার পরেছেন কালো টি শার্ট-কালো প্যান্ট। স্বামীকে জড়িয়ে ধরে স্কুটির পিছনে বসে রয়েছেন ভামিকার মা।

#মুম্বই: একটি কালো রঙের স্কুটি। তাতে দু'টি মানুষ। এক জন চালাচ্ছেন। অন্য জন পিছনে বসে। দু'টি কালো রঙের হেলমেট তাঁদের মাথায়। এতে আর নতুন কী? দেশের রাস্তায় নিত্যনৈমিত্তিক ঘটনা তো। কিন্তু তারাদের ঔজ্জ্বল্য কি দু'টি মুখ ঢাকা হেলমেটে ঢাকা পড়ে?
পড়ল না ঢাকা। হেলমেটের বাইরে থেকে অনুরাগীরা ঠিক চিনে ফেললেন দেশের দুই তারকাকে। এক জন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং বলি নায়িকা-প্রাক্তন প্রযোজক অনুষ্কা শর্মা।
advertisement
advertisement
আচমকা দেখা গেল,  মুম্বইয়ের রাস্তায় স্কুটি চেপে ঘুরে বেড়াচ্ছেন তারকা দম্পতি। বিরাটের পরনে সবুজ টি শার্ট-কালো প্যান্ট। নায়িকার পরেছেন কালো টি শার্ট-কালো প্যান্ট। স্বামীকে জড়িয়ে ধরে স্কুটির পিছনে বসে রয়েছেন ভামিকার মা। নেটিজেনরা সেই ভাইরাল ভিডিও দেখে অত্যন্ত উৎফুল্ল। কেউ কেউ আবার চিত্রগ্রাহকদের প্রতি ক্ষুব্ধ হয়েছেন। তাঁদের দাবি, দু'জনকে একটু শান্তিতে ঘুরে বেড়াতে দিন না। অনুষ্কার শ্যুটিং শেষ হওয়ার পর দু'জনে মিলে শহর সফরে বেরিয়েছিলেন।
advertisement
advertisement
যদিও অনুষ্কা এবং বিরাট স্কুটিতে চাপার আগে অনুষ্কার ছবির সেটে ক্যামেরায় পোজ দিতে ভোলেননি। তাঁদের হাসিমুখ দেখেই এ কথা স্পষ্ট যে তারকা দম্পতি বহু দিন পর সাধারণের জীবন যাপন করার আনন্দে আপ্লুত। মুক্তির স্বাদের অপেক্ষা ছিল যেন মুখে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মুখ আড়াল করে মুম্বইয়ের রাস্তায় স্কুটি চেপে ঘুরে বেড়ালেন বিরাট-অনুষ্কা! দেখুন ভিডিও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement