আলিয়ার বেবি বাম্প, ওজন বৃদ্ধি নিয়ে 'মস্করা' রণবীরের, নায়কের মন্তব্যে নিন্দার ঝড়!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
নিজের বেবি বাম্পের দিকে তাকিয়ে, অয়নের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে পড়েন আলিয়া। পরিস্থিতি সামাল দিতে রণবীর বলেন, "মিষ্টি ভাবে ছড়িয়ে পড়ছে। মজা করলাম তো।"
#মুম্বই: স্ত্রীর শরীরের আকার আকৃতি নিয়ে জনসমক্ষে 'মস্করা' রণবীর কাপুরের। চমকে ওঠেন আলিয়া ভাট খোদ! এ কেমন মন্তব্য? নেটপাড়ায় নায়কের নিন্দায় মুখর নেটিজেনরা।
ইনস্টাগ্রাম লাইভে এসে আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র'-এর প্রচার শুরু করেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং নায়ক-নায়িকা তথা তারকা দম্পতি রণবীর-আলিয়া।
অনেকেই তাঁদের কাছ থেকে জানতে চাইছেন, আগামী ৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে, দিন এগিয়ে আসছে, তাও তাঁরা বাকি ছবির মতো চারিদিকে ছড়িয়ে পড়ে প্রচার করছেন না কেন?
advertisement
advertisement
সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আলিয়া বলেন, "আমরা চারদিকে ছড়িয়ে পড়ছি না কেন, সেটা সবাই জানতে চাইছে, অবশ্যই আমরা চারদিকে ছড়িয়ে পড়ে প্রচার শুরু করব, এখন আমাদের একটাই লক্ষ্য..."
স্ত্রীর উত্তরের মাঝেই থামিয়ে দেন রণবীর। নায়ক আলিয়ার বেবি বাম্পের দিকে তাকিয়ে বলেন, "এক জন মোটামুটি চারদিকে ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে।" চমকে ওঠেন আলিয়াও। নিজের বেবি বাম্পের দিকে তাকিয়ে, অয়নের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে রণবীর বলেন, "মিষ্টি ভাবে ছড়িয়ে পড়ছে। মজা করলাম তো।" আলিয়াও হেসে কথাটি ঘুরিয়ে নেন।
advertisement
advertisement
কিন্তু নেটিজেনরা সেই বক্তব্যটিকে 'মস্করা' হিসেবে নেননি। কথা ঘুরিয়েও নেননি। বিরক্তি প্রকাশ করেছেন রণবীরের মন্তব্যে।
অন্তঃসত্ত্বা থাকাকালীন শরীরে পরিবর্তন আসছে বলে স্বামী এমন ভাবে জনসমক্ষে স্ত্রীকে নিয়ে মস্করা করতে পারেন, ভাবতে পারেননি কেউ।
advertisement
অনেকে মনে করালেন, রণবীর তাঁর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কইফ এবং দীপিকা পাড়ুকোনকেও নিয়েও নানা সময়ে ক্যামেরার সামনে মস্করা করেছেন। কিন্তু তাঁরা পালটা জবাব দিয়েছেন। নেটিজেনদের দাবি, 'আলিয়ার উচিত জবাব দেওয়া দরকার ছিল', 'আলিয়া কী ভাবে এই মানুষটার সঙ্গে ঘর করছে?', 'আলিয়া যেন পালিয়ে যায় এই লোকটির থেকে।'
'ব্রহ্মাস্ত্র' মুক্তির আগেই বেফাঁস মন্তব্য করে বিপাকে রণবীর৷
Location :
First Published :
August 20, 2022 11:53 AM IST