Ankush Hazra-Priyanka Sarkar: শহর থেকে দূরে সংসার পাতছেন অঙ্কুশ-প্রিয়াঙ্কা! বিষয়টা ঠিক কী, জানালেন তাঁরাই
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Ankush Hazra-Priyanka Sarkar: জীবনের গল্পই 'কুরবান'-এর প্রাণ। মূলত হাসান এবং হিজলকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ছবির গল্প। হাসানের চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। হিজল প্রিয়াঙ্কা সরকার।
কলকাতা: পর্দায় নিজেকে নিয়ে নিরীক্ষা চালিয়ে চলেছেন তিনি। অঙ্কুশ হাজরা। চেনা ছক ভেঙে নতুনত্ব কিছু করার চেষ্টায় কোনও ত্রুটি রাখছেন না অভিনেতা। এ বার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পালা। শৈবাল মুখোপাধ্যায়ের ছবি ‘কুরবান’-এ দেখা যাবে তাঁকে। অঙ্কুশ মনে করছেন, পর্দায় এ ধরনের চরিত্র তিনি আগে কখনও করেননি। তাই নিজেকে সম্পূর্ণ ভাবে ভেঙে গড়ার সুযোগ পাচ্ছেন।
জীবনের গল্পই ‘কুরবান’-এর প্রাণ। মূলত হাসান এবং হিজলকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ছবির গল্প। হাসানের চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। বাণিজ্যিক ছবির ‘হিরো’র খোলস থেকে বেরিয়ে নতুন করে নিজেকে তৈরি করেছেন অভিনেতা। তাঁর কথায়, “আমি এতদিন যে চরিত্রগুলো করেছি, সেগুলি খুবই এন্টারটেইনিং। নাচ-গান-ডায়লগবাজি, সবই করেছি। আমিও সেটা উপভেগ করেছি, মানুষও তা ভালবেসেছেন। কিন্তু হাসান চরিত্রটা আমাকে খুব ভাবিয়েছে। তার নানা ওঠাপড়ার প্রভাব আমার জীবনেও পড়েছে। তাই অবশ্যই এই চরিত্রে অভিনয় করাটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। খুব উপভোগও করেছি।”
advertisement

advertisement
অঙ্কুশের বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। ‘কুরবান’-এর গল্প ভাবিয়েছে তাঁকেও। প্রিয়াঙ্কার কথায়, “ছবিটির গল্পে যে সংবেদনশীলতা আছে, তা আমার মন ছুঁয়ে গিয়েছিল। শৈবাল যে ভাবে চরিত্রগুলিকে ফুটিয়ে তুলেছে, সেটা আমার খুব ভাল লেগেছে। আমার চরিত্রটা বাস্তবের খুব কাছাকাছি। সে যেমন সংসার সামলায়, তেমনই নিজের চাহিদাও বোঝে। একজন অভিনেতা হিসেবে দুর্দান্ত পারফর্ম করার সুযোগ রয়েছে এই চরিত্রের মাধ্যমে।”
advertisement
আরও পড়ুন: একদিকে অজয়-টাবুর রসায়ন, তো অন্য দিকে মারকাটারি দৃশ্য; এই ছবি বক্স অফিসে পেয়েছিল বড়সড় সাফল্য!
পরিচালক শৈবালের কথায়, “গল্প লিখতে গিয়ে চরিত্র অনুযায়ী কিছু মুখ ভেসে ওঠে। হাসানের চরিত্রের জন্য প্রথমেই অঙ্কুশের সেনসিটিভ চোখ দুটো ভেসে উঠেছিল। দেখতে পেয়েছিলাম মাথায় বড় চুল, একগাল এলোমেলো দাড়ি নিয়ে স্নিগ্ধ, স্থির, গভীর হাসানকে। একই ভাবে হিজলকে খুঁজে পাই প্রিয়াঙ্কার মধ্যে। গ্রামের একটি সুন্দর, অল্পবয়সী, প্রাণবন্ত মেয়ে, যে তার নিজের কথা বলতে পারে।”
advertisement
অঙ্কুশ-প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে দেখা যাবে শান্তিলাল মুখার্জি, কাঞ্চন মল্লিক, সুভদ্রা মুখোপাধ্যায়কে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2023 1:14 PM IST