Akshay Kumar Raveena Tandon: ২০ বছর পর ফের কাছাকাছি, নতুন ছবিতে একসঙ্গে পর্দায় অক্ষয় কুমার-রবিনা ট্যান্ডন!

Last Updated:

Akshay Kumar Raveena Tandon: ফের এই জুটির রসায়ন একসঙ্গে স্ক্রিনে দেখা যাবে বলে বলিউড সূত্রে খবর। স্ক্রিনে ফিরছেন অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন।

অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন মোহরার ছবির দৃশ্যে
অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন মোহরার ছবির দৃশ্যে
মুম্বই: ফের বড়পর্দায় একসঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন। ২০ বছর পর ফের হিন্দি ছবির জনপ্রিয় এই জুটিকে একসঙ্গে দেখা যাওয়ার খবরে শোরগোল পড়েছে ভক্তমহলে। নব্বইয়ের দশকে মোহরা, খিলাড়িও কা খিলাড়ির পর ২০০৪ সালে শেষ পুলিশ ফোর্স: অ্যান ইনসাইড স্টোরি ছবিতে শেষ একসঙ্গে কাজ করেছিলেন অক্ষয় ও রবিনা।
তারপর কেটে গিয়েছে ২০ বছর। ফের এই জুটির রসায়ন একসঙ্গে স্ক্রিনে দেখা যাবে বলে বলিউড সূত্রে খবর। ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে নাকি একসঙ্গে দেখা যেতে চলেছে মোহরা খ্যাত জুটিকে। বলিউডে জোর গুঞ্জন আগামী অক্টোবর থেকে শ্যুটিং শুরু হবে ছবির।
advertisement
আরও পড়ুন: দারুণ খবর! আয়ু বাড়ল চন্দ্রযান ৩-এর, প্রোপালশন মডিউলে বেঁচে গিয়েছে ১৫০ কেজি জ্বালানি
২০০৭ সালে মুক্তি পায় আনিস বাজমি পরিচালিত ছবি ওয়েলকাম। দর্শকের মন জয় করেছিলেন অক্ষয় কুমার, অনিল কাপুর, নানা পাটেকর, পরেশ রাওয়াল, ফিরোজ খান ও ক্যাটরিনা কাইফের এই ছবি। ছবির বক্স অফিস ব্যবসার পরিসংখ্যানও বেশ ভাল ছিল। ২০১৫ সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ওয়েলকাম ব্যাক। সেই সিরিজেরই তৃতীয় ছবি এবার হতে চলেছে ওয়েলকাম ট্য দ্য জঙ্গল।
advertisement
আরও পড়ুন: যতদিন বিশ্ব-ব্রহ্মাণ্ড, ততদিন চাঁদের বুকে ভারত! রোভার প্রজ্ঞান আঁকবে জাতীয় পতাকা, কীভাবে?
অক্ষয় রবিনার রসায়ন শুধু অনস্ক্রিনেই নয়, অফস্ক্রিনেও হয়েছিল। আংটি বদল পর্যন্ত হয়ে গিয়েছিল দুই অভিনেতার। পরে সেই প্রেম ও বিয়ে ভেঙে যায় বলে খবর শোনা যায়। পরবর্তীতে দুই অভিনেতাই বিয়ে করে সংসার করেছেন। তবে তাঁদের নিয়ে চর্চা কখনওই বন্ধ হয়নি। ফের এত বছর পর এবার তাঁদের কেমন কেমিস্ট্রি দর্শকের চোখে ধরা পড়ে এখন সেই দিকেই মন ভক্তদের।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Akshay Kumar Raveena Tandon: ২০ বছর পর ফের কাছাকাছি, নতুন ছবিতে একসঙ্গে পর্দায় অক্ষয় কুমার-রবিনা ট্যান্ডন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement