হোম /খবর /বিনোদন /
অঙ্কুশ-ঐন্দ্রিলা সম্পর্কে আসলে ভাই-বোন! প্রেম করে বিপাকে, বিয়ে না করার কারণ ফাঁস

Ankush Hazra-Oindrila Sen: অঙ্কুশ-ঐন্দ্রিলা সম্পর্কে আসলে ভাই-বোন! প্রেম করে বিপাকে, বিয়ে না করার কারণ ফাঁস

অঙ্কুশ-ঐন্দ্রিলা

অঙ্কুশ-ঐন্দ্রিলা

Ankush Hazra-Oindrila Sen: ভ্যালেন্টাইন্স ডে-তে জানা গেল, বিয়ের আগেই পাত্রর বাবার সঙ্গে পাত্রীর মায়ের বিবাহবহির্ভূত প্রেম! তার ফলে বর-কনে আর বিয়ের পিঁড়িতে বসার মুখ নেই আর।

  • Share this:

কলকাতা: গত দু’দিন ধরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সৌজন্য অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। টলিউডের অন্যতম পাওয়ার কাপল তাঁরা। প্রেম চলছে এক দশকেরও বেশি সময় ধরে। তার মধ্যে হঠাৎ তাঁদের সম্পর্ক, বিয়ে, বিয়ে না হওয়া নিয়ে নড়েচড়ে বসেছে সাধারণ মানুষ থেকে ইন্ডাস্ট্রি। কী ব্যাপার? সকলে মিলে প্রশ্ন করে চলেছেন. কেন বিয়ে করছেন না তাঁরা?

উত্তর মিলল প্রেম দিবসের দিন। ভ্যালেন্টাইন্স ডে-তে জানা গেল, বিয়ের আগেই পাত্রর বাবার সঙ্গে পাত্রীর মায়ের বিবাহবহির্ভূত প্রেম! তার ফলে বর-কনে আর বিয়ের পিঁড়িতে বসার মুখ নেই আর। বর-কনে কি তবে ভাই-বোন হতে চলেছে?

আরও পড়ুন: জনপ্রিয় টলি নায়কের সঙ্গে প্রেম অঙ্কুশের? বিয়ে না করা নিয়ে মুখ খুললেন ঐন্দ্রিলা!

আসলে এ সবই নতুন ছবির প্রচার। ‘লাভ ম্যারেজ’। নায়কের ভূমিকায় অঙ্কুশ। নায়িকার ভূমিকায় ঐন্দ্রিলা। পাত্রের বাবার চরিত্রে রঞ্জিত মল্লিক এবং পাত্রীর মায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য। পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকি।

আরও পড়ুন: অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের আগেই ব্রেকআপ? আবীরের মধ্যস্থতায় এ কী বলে বসলেন নায়িকা!

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবির ট্রেলার নিয়ে ইতিমধ্যেই মাতামাতি শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, বাবা-মায়েরা নিজেদের মনকে গুরুত্ব দেবে নাকি সন্তানদের? কী পরিণতি পাবে দুই জুটি?

View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)

প্রচারের সূত্রপাত, অঙ্কুশের একটি পোস্ট। যেখানে তিনি তাঁর এবং ঐন্দ্রিলার পুরনো একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’ ছবিতে দেখা যাচ্ছে, অঙ্কুশের কোলে বসে ঐন্দ্রিলা। চুম্বন করছেন একে অপরকে।

আবীর চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, তৃণা সাহা, কৌশানী মুখোপাধ্যায়, সন্দীপ্তা সেন, বনি সেনগুপ্ত ইতিমধ্যেই নানা ভাবে জুটিকে প্রশ্ন করে ফেলেছেন, কেন তাঁরা বিয়ে করছেন না! কিন্তু কিছুতেই উত্তর মিলছে না। তাঁদের ভিডিওগুলি এই ছবিরই প্রচারের অংশ। সে কথা অবশ্য আগেই বোঝা গিয়েছিল। কিন্তু গত তিন দিনের এই আনন্দ থেকে কাউকে বঞ্চিত করেননি নায়ক-নায়িকা।

Published by:Teesta Barman
First published:

Tags: Ankush Hazra, Oindrila Sen