Anjali Arora Dance Video: ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি আরোরাকে মনে আছে? থাইল্যান্ডের ক্লাবে তাঁর ‘আইটেম ডান্স’ ভাইরাল ! এখন কি এই কাজই করছেন তিনি?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Kacha Badam fame Anjali Arora’s Thailand Pattaya dance: অঞ্জলি আরোরার এই নাচের ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অঞ্জলি ক্লাবের ডান্স ফ্লোরে পারফর্ম করছেন ৷ ভিডিওতে তাকে 'ও সাকি সাকি' গানে নাচতে দেখা যায়।
ব্যাঙ্কক: কাঁচা বাদাম গার্লকে মনে আছে নিশ্চয়ই। ভুবন বাদ্যকারের সেই গান যেমন সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিকভাবে ভাইরাল হয়েছিল, তেমনি সেই গানে নাচের ভিডিওতে সবার নজরে আসেন অঞ্জলি আরোরাও ৷ শুধু কাঁচা বাদামই নয়, ‘সাইঁয়া দিল মে আনা রে’, ‘লক আপ’-এর মতো রিমিক্স গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন এই তরুণী ৷ এরপর আবার বিতর্কিত এমএমএস কাণ্ডেও নাম জড়ায় তাঁর ৷ অঞ্জলির ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতেন নেটিজেনরা ৷ সেই অঞ্জলি এখন কোথায় ? বেশ কয়েক মাস ধরেই তাঁর কোনও পাত্তা নেই ৷ কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে থাইল্যান্ডের পাট্টায়াতে একটি ডান্স ক্লাবে আইটেম গানে নাচছেন অঞ্জলি আরোরা ৷ সোশ্যাল মিডিয়া মাধ্যমেই খবর, যে তিনি নাকি বিশাল অঙ্কের অর্থ উপার্জনও করছেন সেখানে !
তবে অঞ্জলির এই নাচের ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অঞ্জলি ক্লাবের ডান্স ফ্লোরে পারফর্ম করছেন ৷ ভিডিওতে তাকে ‘ও সাকি সাকি’ গানে নাচতে দেখা যায়। ভিডিওতে আরও কয়েকজন ব্যাকগ্রাউন্ড ডান্সারকেও দেখা গিয়েছে।
advertisement
advertisement
Anjali Arora of Kachcha Badam fame has taken up dancing in posh clubs as a career it seems.
Here she is dancing at a Club in Pattaya, Thailand. pic.twitter.com/RXgWZit44Z
— Sensei Kraken Zero (@YearOfTheKraken) August 21, 2025
এখন প্রশ্ন হল, তবে কি কেরিয়ার পরিবর্তন করলেন অঞ্জলি ? যদিও তা নিয়ে কোনও মন্তব্যই করেননি তিনি।
advertisement
সমাজমাধ্যমের বাড়বাড়ন্তের যুগে রিল বানিয়ে ভাইরাল হওয়া প্রায় জলভাত। তবে সেই জনপ্রিয়তার সৌজন্যে খ্যাতি তো বটেই, তার পাশাপাশি সমালোচনা ও বিড়ম্বনারও কমতি নেই। ‘কাঁচা বাদাম’ রিলে নাচ করে এক সময় ভাইরাল হয়েছিলেন অঞ্জলি আরোরা। এ বার সোশ্যাল মিডিয়ায় সেই অঞ্জলিকে নিয়ে অনেকে নিন্দা করতেও ছাড়েননি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 8:03 AM IST