Anjali Arora Dance Video: ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি আরোরাকে মনে আছে? থাইল্যান্ডের ক্লাবে তাঁর ‘আইটেম ডান্স’ ভাইরাল ! এখন কি এই কাজই করছেন তিনি?

Last Updated:

Kacha Badam fame Anjali Arora’s Thailand Pattaya dance: অঞ্জলি আরোরার এই নাচের ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অঞ্জলি ক্লাবের ডান্স ফ্লোরে পারফর্ম করছেন ৷ ভিডিওতে তাকে 'ও সাকি সাকি' গানে নাচতে দেখা যায়।

‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি আরোরাকে মনে আছে? (Photo: Instagram)
‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি আরোরাকে মনে আছে? (Photo: Instagram)
ব্যাঙ্কক: কাঁচা বাদাম গার্লকে মনে আছে নিশ্চয়ই। ভুবন বাদ্যকারের সেই গান যেমন সোশ্যাল মিডিয়ায় সাংঘাতিকভাবে ভাইরাল হয়েছিল, তেমনি সেই গানে নাচের ভিডিওতে সবার নজরে আসেন অঞ্জলি আরোরাও ৷ শুধু কাঁচা বাদামই নয়, ‘সাইঁয়া দিল মে আনা রে’, ‘লক আপ’-এর মতো রিমিক্স গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন এই তরুণী ৷ এরপর আবার বিতর্কিত এমএমএস কাণ্ডেও নাম জড়ায় তাঁর ৷ অঞ্জলির ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকতেন নেটিজেনরা ৷ সেই অঞ্জলি এখন কোথায় ? বেশ কয়েক মাস ধরেই তাঁর কোনও পাত্তা নেই ৷ কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে থাইল্যান্ডের পাট্টায়াতে একটি ডান্স ক্লাবে আইটেম গানে নাচছেন অঞ্জলি আরোরা ৷ সোশ্যাল মিডিয়া মাধ্যমেই খবর, যে তিনি নাকি বিশাল অঙ্কের অর্থ উপার্জনও করছেন সেখানে !
তবে অঞ্জলির এই নাচের ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অঞ্জলি ক্লাবের ডান্স ফ্লোরে পারফর্ম করছেন ৷ ভিডিওতে তাকে ‘ও সাকি সাকি’ গানে নাচতে দেখা যায়। ভিডিওতে আরও কয়েকজন ব্যাকগ্রাউন্ড ডান্সারকেও দেখা গিয়েছে।
advertisement
advertisement
এখন প্রশ্ন হল, তবে কি কেরিয়ার পরিবর্তন করলেন অঞ্জলি ? যদিও তা নিয়ে কোনও মন্তব্যই করেননি তিনি।
advertisement
সমাজমাধ্যমের বাড়বাড়ন্তের যুগে রিল বানিয়ে ভাইরাল হওয়া প্রায় জলভাত। তবে সেই জনপ্রিয়তার সৌজন্যে খ্যাতি তো বটেই, তার পাশাপাশি সমালোচনা ও বিড়ম্বনারও কমতি নেই। ‘কাঁচা বাদাম’ রিলে নাচ করে এক সময় ভাইরাল হয়েছিলেন অঞ্জলি আরোরা। এ বার সোশ্যাল মিডিয়ায় সেই অঞ্জলিকে নিয়ে অনেকে নিন্দা করতেও ছাড়েননি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anjali Arora Dance Video: ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি আরোরাকে মনে আছে? থাইল্যান্ডের ক্লাবে তাঁর ‘আইটেম ডান্স’ ভাইরাল ! এখন কি এই কাজই করছেন তিনি?
Next Article
advertisement
SD Burman: বিখ্যাত সঙ্গীতশিল্পী শচীন দেব বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের! কোন সম্পর্ক জড়িয়েছিলেন তিনি, জানুন সেই গল্প
সঙ্গীতশিল্পী এসডি বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের!কোন সম্পর্ক জড়িয়েছিলেন
  • শচীন দেব বর্মনের সঙ্গে জুড়ে রয়েছে মেদিনীপুরের সম্পর্ক

  • মেদিনীপুরের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে জুড়ে যান বিশ্ব বিখ্যাত এই কিংবদন্তি

  • শচীন দেব বর্মনের বোনের বিয়ে হয়, প্রত্যন্ত গ্রাম দাঁতনে

VIEW MORE
advertisement
advertisement