নাচ-গানে ‘হরিয়ানভি দেশি ক্যুইন’ সপনা চৌধুরীকেও দিচ্ছে জোর টক্কর ! ১০০ কোটিরও বেশি ভিউ এল এই হিট জুটির গানের ভিডিও-য়
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Haryanvi Song 52 Gaj Ka Daman: প্রাঞ্জল-রেণুকা জুটির বিখ্যাত হরিয়ানভি গান ‘৫২ গজ কা দামন পাহাড় মটক চলুঙ্গি’ এখনও শ্রোতাদের পছন্দের তালিকার উপরের দিকেই রয়েছে। ভক্তদের মুখে মুখে ফেরে এই গান।
নয়াদিল্লি: সপনা চৌধুরি ছাড়াও হরিয়ানভি সঙ্গীতের যেন প্রাণ হয়ে উঠেছে প্রাঞ্জল দাহিয়া এবং রেণুকা পনওয়ারের জুটি। আসলে তাঁদের গান ছাড়া যেন প্রত্যেকটা আনন্দ-অনুষ্ঠান উদযাপনই ফিকে হয়ে যায়! প্রাঞ্জল-রেণুকা জুটির বিখ্যাত হরিয়ানভি গান ‘৫২ গজ কা দামন পাহাড় মটক চলুঙ্গি’ এখনও শ্রোতাদের পছন্দের তালিকার উপরের দিকেই রয়েছে। ভক্তদের মুখে মুখে ফেরে এই গান। শুধু কি তা-ই! এমনকী, একাধিক রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এই গানটি।
এমনিতে যখনই হরিয়ানভি গানের বিষয়ে আলোচনা হয়, তখন প্রথমেই যে নামটা মনে আসে, সেটা হল বিখ্যাত গায়িকা সপনা চৌধুরির নাম। আসলে ‘হরিয়ানভি দেশি ক্যুইন’ হিসেবেই প্রসিদ্ধ সপনা। আর তাঁর গলায় হরিয়ানভি গান যেন আলাদাই মাত্রা পায়! আর সবথেকে বড় কথা হল, হরিয়ানার দেশি মাটির এক ঝলকের যেন আভাস মেলে তাঁর গানে। ফলে রিলিজ হতে না হতেই সপনার গান যেন উন্মাদনা তৈরি করে। বলাই বাহুল্য যে, সুপারহিট হয় তাঁর গান। কিন্তু সপনা ছাড়াও আরও ২ জন হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রিতে রীতিমতো দাপিয়ে রাজত্ব করছেন। আর তাঁরা হলেন প্রাঞ্জল দাহিয়া এবং রেণুকা পনওয়ার। তাঁদের গানও একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে।
advertisement
advertisement
১০০ কোটিরও বেশি ভিউ:
সপনা চৌধুরীর গান যেমন সুপারহিট হয়। ঠিক সেভাবেই রেণুকা এবং প্রাঞ্জল জুটিও একসঙ্গে মিলে একাধিক হিট গান উপহার হিসেবে দিয়েছেন ভক্তদের। আর সবথেকে বড় কথা হল, তাঁদের হিট হরিয়ানভি গান ‘৫২ গজ কা দামন পাহাড় মটক চলুঙ্গি’ সপনার গানকেও জোর টক্কর দিচ্ছে। এটাই হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রির প্রথম গান, যেটির ভিডিও-য় ইতিমধ্যেই ১ বিলিয়ন ভিউ এসেছে। যার অর্থ হল, এই গানটির ভিউ ১০০ কোটি পার করে গিয়েছে।
advertisement
এক বিলিয়ন ভিউ আসা হরিয়ানভি গানে দেখা গিয়েছে প্রাঞ্জল দাহিয়া এবং আমন জাজিকে। কিন্তু এই গানটি শোনা গিয়েছে রেণুকা পনওয়ারের সুরেলা গলায়। ওই ভিডিওটিতে প্রাঞ্জল দাহিয়ার দেশি লুক এবং দুর্দান্ত নৃত্যভঙ্গি অচিরেই ভক্তদের মন জয় করে নিয়েছে। আসলে সুন্দরী অভিনেত্রী প্রাঞ্জল দাহিয়াকে একেবারে ঐতিহ্যবাহী হরিয়ানভি পোশাক এবং সাজসজ্জায় দেখা গিয়েছে। এর পাশাপাশি ওই ভিডিও-য় দেখা গিয়েছে গায়িকা রেণুকা পনওয়ারকে। তাঁর পরনেও হরিয়ানভি সাজপোশাক। নাচ করতে করতে গানটি গাইছেন তিনি। ফলে সব মিলিয়ে এই গানের ভিডিওটি ভক্তদের মনে রীতিমতো ঝড় তুলে দিয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 10:09 AM IST