এভাবেও ভালবাসা যায়...কথা বলতে বা শুনতে পান না দু’জনেই, বাঁকুড়ার দম্পতির ‘সাইলেন্ট লাভ’-এর কাহিনি
- Published by:Siddhartha Sarkar
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Story of Silent Love of a Couple: কথায় আছে ‘মানুষ মানুষেরই জন্যে...’। কথাটির সার্থকতা যেন এই দম্পতিকে দেখলেই বোঝা যায়।
advertisement
advertisement
বাঁকুড়া শহর সংলগ্ন জুনবেদিয়ার জ্ঞানেন্দ্রনগর এলাকার বাসিন্দা দীপক কুমার বটব্যাল এবং ঝুমা বটব্যাল জন্মগতভাবেই কথা বলতে বা শুনতে পান না। দীপক কুমার বটব্যালের বছর ৮০ এর বাবা ষষ্ঠী চরণ বটব্যাল জানান, নানান প্রতিকূলতা থাকা সত্ত্বেও তাঁর ছেলে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। পরে সংসারের হাল ধরতে কাপড় সেলাই করে থাকেন এবং সেই কাপড় ব্যাগে ভরে শহরে গিয়ে দিয়েও আসেন ছেলে দীপক কুমার বটব্যাল।
advertisement
advertisement
advertisement