প্রকাশ্যে তাজমহলের গর্ভগৃহের ফুটেজ ! শাহজাহান-মুমতাজের সমাধি, বলিউডের ছবির গান নিয়ে বিতর্ক ডেকে আনল ভাইরাল ভিডিও
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
একটি ভিডিওতে একজন ব্যক্তি তাজমহলের সেই গর্ভগৃহের দৃশ্য তুলেছেন, যার মধ্যে শাহজাহান এবং মুমতাজ মহলের সমাধির প্রবেশদ্বার রয়েছে।
আগ্রা: মনোরম তাজমহল মুঘল স্থাপত্যের এক বিস্ময় এবং বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যেও একটি, যা সারা পৃথিবী থেকে পর্যটকদের আকর্ষণ করে আনে ভারতে। মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মুমতাজ মহলের স্মরণে এই সমাধিসৌধ নির্মাণ করিয়েছিলেন, তাজমহলে প্রিয়তমা পত্নীর পাশে বাদশাহের সমাধিও রয়েছে। কিন্তু এই ঐতিহাসিক সমাধিগুলিকে সুরক্ষিত রাখার জন্য বহু বছর ধরেই তাজমহলের গর্ভগৃহে সাধারণ নাগরিকের প্রবেশাধিকার নেই।
তবে একটি ভিডিওতে একজন ব্যক্তি তাজমহলের সেই গর্ভগৃহের দৃশ্য তুলেছেন, যার মধ্যে শাহজাহান এবং মুমতাজ মহলের সমাধির প্রবেশদ্বার রয়েছে। পরে ইন্টারনেটে ভাইরাল হওয়া ক্লিপটিতে সেই সোপানসমণ্বিত গোপন পথ দেখানো হয়েছে যা মুঘল বাদশাহ এবং তাঁর স্ত্রীর যুগল সমাধিতে নিয়ে যায়।
advertisement
advertisement
ভিডিওটিতে ১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত বলিউডের ছবি তাজ মহল-এর একটি গান বাজানো হয়েছে। জো ওয়াদা কিয়া, লতা মঙ্গেশকর এবং মহম্মদ রফির প্লেব্যাক, বীণা রাই এবং প্রদীপ কুমারকে যথাক্রমে দেখা গিয়েছিল মুমতাজ মহল এবং শাহজাহানের চরিত্রে।
ক্লিপটি হাজার হাজার ভিউ যেমন পেয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়া ইউজারদের কাছ থেকে মন্তব্যের বন্যা আকর্ষণ করেছে, অনেকেই ভাবছেন যে ওই ব্যক্ত স্মৃতিসৌধের গর্ভগৃহের কীভাবে অ্যাক্সেস পেয়েছেন।
advertisement
তাজমহলের বিরল এই ভিডিও দেখে ইন্টারনেট প্রতিক্রিয়ায় মুখর! “২০২৫ সালের খবর, তাজমহল বিশ্বের সবচেয়ে সুন্দর ভবনের খেতাব পেয়েছে, আলহামদুলিল্লাহ, ভারতের গর্ব তাজমহল,” একজন ইউজার লিখেছেন।
আরেকজন ইউজার দাবি করেছেন যে, যখন গর্ভগৃহ এবং সমাধিগুলি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল, তখন তিনি ভেতরের সেই অংশটি দেখেছেন। ‘‘আমি ১৯৯৪-৯৫ সালের দিকে তাজমহল পরিদর্শন করেছিলাম। সেই সময় এই এলাকাটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল এবং আমরাও এটি দেখেছি,’’ তিনি বলেন।
advertisement
advertisement
আবার একদল ইউজার ক্লিপটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেন এবং স্মৃতিসৌধের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেন, এরই পাশাপাশি অনেকেই বিচক্ষণতার সঙ্গে তাঁদের তিরস্কার করে তাজমহলের গুরুত্ব এবং এর অপূর্ব সৌন্দর্যের কথা পুনর্ব্যক্ত করেন।
“মানুষ কেন এই আশ্চর্য জিনিসটা নিয়ে ট্রোল করছে বুঝতে পারছি না, কিন্তু আমি একবার তাজমহলে গিয়েছি এবং অবশ্যই আবার যেতে চাইব। এটি অত্যাশ্চর্য, সুন্দর এবং এর ইতিহাস আরও মনোমুগ্ধকর,” একজন ইউজার লিখেছেন।
advertisement
বলে রাখা উচিত হবে যে তাজমহল হল একমাত্র সেই স্থান, যা দেখার জন্য লোকে ভারতে সবচেয়ে বেশি টিকিট কাটে, যা বছরে ৩.২৯ মিলিয়নেরও বেশি ভারতীয় দর্শনার্থীকে আকর্ষণ করে। ভারতে আগত বিদেশি ভ্রমণকারীদের মধ্যেও এটি একটি জনপ্রিয় স্থান, সব মিলিয়ে দর্শনার্থীর সংখ্যা সহজেই ৭০-৮০ মিলিয়ন ছাড়িয়ে যায়।
Location :
Agra,Uttar Pradesh
First Published :
August 21, 2025 10:55 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
প্রকাশ্যে তাজমহলের গর্ভগৃহের ফুটেজ ! শাহজাহান-মুমতাজের সমাধি, বলিউডের ছবির গান নিয়ে বিতর্ক ডেকে আনল ভাইরাল ভিডিও