পেশায় ডাক্তার, নেশা গান লেখা, তাঁর লেখা গানে কন্ঠ দিয়েছেন নামিদামী শিল্পীরা !
- Published by:Siddhartha Sarkar
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
পেশায় ডাক্তার, নেশা গান লেখা। তমলুকের এই নামকরা ডাক্তার ছাপ রেখেছেন সঙ্গীত জগতে।
তমলুক, সৈকত শী: পেশায় ডাক্তার, নেশা গান লেখা। তমলুকের এই নামকরা ডাক্তার ছাপ রেখেছেন সঙ্গীত জগতে। তমলুক শহরের নামকরা মনোরোগ বিশেষজ্ঞ অলোক পাত্র। সারাদিনের কর্মব্যস্ততা ফেলে সময় পেলেই রচনা করেন গান। গান রচনা তাঁর কাছে নেশার মত। এমনকী মন ভাল করার ইউএসপি। রোগী দেখার পাশাপাশি একের পর এক গান রচনা করছেন তিনি। আর তাঁর গানে সুর দিয়েছেন বিখ্যাত বিখ্যাত সুরকাররা। তাঁর লেখা গানে কন্ঠ মিলিয়েছেন রূপঙ্কর বাগচী থেকে শুরু করে বিনোদ রাঠোর-সহ একাধিক নামী শিল্পীরা।
নিজেদের দৈনন্দিন কর্মব্যস্ততার পাশাপাশি বহু মানুষের বহু ধরনের শখ থাকে। বলা ভাল, বহু ধরনের নেশা থাকে। কেউ বই পড়তে ভালবাসেন, কেউ লিখতে ভালবাসেন। তমলুকের মনোরোগ বিশেষজ্ঞ আলোক পাত্রের ভাললাগা বা ভালবাসার জায়গাটা হল গান রচনা করা। এখনও পর্যন্ত চারশোর বেশি গান তিনি রচনা করেছেন। মানুষের মানসিক অবস্থার উন্নতি করে গান। আর একজন মনোবিদ হিসাবে গান রচনা করে নিজের মানসিক প্রশস্তি খুঁজে পেয়েছে। তার রচিত গানের অ্যালবাম আসছে এবার পুজোয়। এখানে নামিদামী শিল্পীরা গেয়েছেন তাঁর রচিত গান।
advertisement
advertisement
ডাক্তার অলোক পাত্র জানান, ‘‘উচ্চমাধ্যমিকে পড়াশোনার সময় থেকেই কবিতা লেখা, গান রচনা করতাম। কিন্তু বাড়ি থেকে পড়াশোনায় মন দিতে বলা হয়। ফলে কবিতার লেখা গান রচনা ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিই। ডাক্তারি পাস করার পর আবার শুরু করি। মনোরোগ হিসাবে বাইরে ও চেম্বার করতে যেতে হয়। গাড়িতে ফেরার সময় মাথায় আসে গানগুলো। লিখে ফেলি। ডাক্তারি করার পাশাপাশি গান লেখা নিজের মনকে প্রশস্তি দেয়। সারাদিন ক্লান্তি দূর করে। এখনও পর্যন্ত ৪০০-র বেশি গান রচনা করেছি। সুর দিয়েছেন নামিদামী সুরকাররা। গেয়েছেন নামিদামী শিল্পীরা।’’
advertisement
প্রতিদিনের ডাক্তারি কর্মব্যস্ততার গান লেখা আঁকড়ে ধরে এগিয়ে যাচ্ছেন শহরের এই প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ। সামনে দুর্গা পুজোয় তাঁর লেখা গানের অ্যালবাম আসছে। ডাক্তারি করার পাশাপাশি গান রচনা ও গানের চর্চা করার নিজের মনের শান্তি খুঁজে পেয়েছেন এই মনোরোগ বিশেষজ্ঞ। চিকিৎসার পাশাপাশি সমান তালে চলছে গান রচনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
August 21, 2025 10:38 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পেশায় ডাক্তার, নেশা গান লেখা, তাঁর লেখা গানে কন্ঠ দিয়েছেন নামিদামী শিল্পীরা !