পেশায় ডাক্তার, নেশা গান লেখা, তাঁর লেখা গানে কন্ঠ দিয়েছেন নামিদামী শিল্পীরা !

Last Updated:

পেশায় ডাক্তার, নেশা গান লেখা। তমলুকের এই নামকরা ডাক্তার ছাপ রেখেছেন সঙ্গীত জগতে। 

+
রোগী

রোগী দেখছেন মনোরোগ বিশেষজ্ঞ অলক পাত্র

তমলুক, সৈকত শী: পেশায় ডাক্তার, নেশা গান লেখা। তমলুকের এই নামকরা ডাক্তার ছাপ রেখেছেন সঙ্গীত জগতে। তমলুক শহরের নামকরা মনোরোগ বিশেষজ্ঞ অলোক পাত্র। সারাদিনের কর্মব্যস্ততা ফেলে সময় পেলেই রচনা করেন গান। গান রচনা তাঁর কাছে নেশার মত। এমনকী মন ভাল করার ইউএসপি। রোগী দেখার পাশাপাশি একের পর এক গান রচনা করছেন তিনি। আর তাঁর গানে সুর দিয়েছেন বিখ্যাত বিখ্যাত সুরকাররা। তাঁর লেখা গানে কন্ঠ মিলিয়েছেন রূপঙ্কর বাগচী থেকে শুরু করে বিনোদ রাঠোর-সহ একাধিক নামী শিল্পীরা।
নিজেদের দৈনন্দিন কর্মব্যস্ততার পাশাপাশি বহু মানুষের বহু ধরনের শখ থাকে। বলা ভাল, বহু ধরনের নেশা থাকে। কেউ বই পড়তে ভালবাসেন, কেউ লিখতে ভালবাসেন। তমলুকের মনোরোগ বিশেষজ্ঞ আলোক পাত্রের ভাললাগা বা ভালবাসার জায়গাটা হল গান রচনা করা। এখনও পর্যন্ত চারশোর বেশি গান তিনি রচনা করেছেন। মানুষের মানসিক অবস্থার উন্নতি করে গান। আর একজন মনোবিদ হিসাবে গান রচনা করে নিজের মানসিক প্রশস্তি খুঁজে পেয়েছে। তার রচিত গানের অ্যালবাম আসছে এবার পুজোয়। এখানে নামিদামী শিল্পীরা গেয়েছেন তাঁর রচিত গান।
advertisement
advertisement
ডাক্তার অলোক পাত্র জানান, ‘‘উচ্চমাধ্যমিকে পড়াশোনার সময় থেকেই কবিতা লেখা, গান রচনা করতাম। কিন্তু বাড়ি থেকে পড়াশোনায় মন দিতে বলা হয়। ফলে কবিতার লেখা গান রচনা ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিই। ডাক্তারি পাস করার পর আবার শুরু করি। মনোরোগ হিসাবে বাইরে ও চেম্বার করতে যেতে হয়। গাড়িতে ফেরার সময় মাথায় আসে গানগুলো। লিখে ফেলি। ডাক্তারি করার পাশাপাশি গান লেখা নিজের মনকে প্রশস্তি দেয়। সারাদিন ক্লান্তি দূর করে। এখনও পর্যন্ত ৪০০-র বেশি গান রচনা করেছি। সুর দিয়েছেন নামিদামী সুরকাররা। গেয়েছেন নামিদামী শিল্পীরা।’’
advertisement
প্রতিদিনের ডাক্তারি কর্মব্যস্ততার গান লেখা আঁকড়ে ধরে এগিয়ে যাচ্ছেন শহরের এই প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ। সামনে দুর্গা পুজোয় তাঁর লেখা গানের অ্যালবাম আসছে। ডাক্তারি করার পাশাপাশি গান রচনা ও গানের চর্চা করার নিজের মনের শান্তি খুঁজে পেয়েছেন এই মনোরোগ বিশেষজ্ঞ। চিকিৎসার পাশাপাশি সমান তালে চলছে গান রচনা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পেশায় ডাক্তার, নেশা গান লেখা, তাঁর লেখা গানে কন্ঠ দিয়েছেন নামিদামী শিল্পীরা !
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement