বাংলাদেশ থেকে সোজা 'বল্লভপুর'! সত্যমের পাশে বসে অনির্বাণের ছবি দেখে মুগ্ধ চঞ্চল
- Published by:Teesta Barman
Last Updated:
২৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনির্বাণ পরিচালিত 'বল্লভপুরের রূপকথা'। বক্স অফিসের হিসেব বলছে, শুরু থেকেই রমরমিয়ে ব্যবসা করছে ছবিটি। ছবিটি ৫০তম দিন পেরোতে বাংলাদেশ থেকে এসে সেই ছবিটি দেখলেন চঞ্চল চৌধুরী।
#কলকাতা: কথা দিয়েছিলেন, অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত 'বল্লভপুরের রূপকথা' ছবিটি দেখবেন। কথা রাখলেন। ছবিটি ৫০তম দিন পেরোতেই বাংলাদেশ থেকে এসে টলিউডের সেই ছবিটি দেখলেন চঞ্চল চৌধুরী। আপ্লুত ছবির নায়ক, 'রাজাবাবু' সত্যম ভট্টাচার্য। তাঁর পাশে বসে চঞ্চল তাঁরই অভিনীত ছবি দেখেছেন। এ যে তাঁর বড় পাওনা!
নিউজ18 বাংলাকে সত্যম বলেন, ''চঞ্চল চৌধুরীর সঙ্গে প্রথম আলাপ এভাবে! আমার পাশে বসে আমাদের ছবি দেখছেন! এই দিনটি আমার কাছে কখনও পুরনো হবে না। আমি আদ্যপান্ত একজন চঞ্চল চৌধুরী ভক্ত। অত্যন্ত অমায়িক একজন মানুষ। যা বুঝেছি, খুব আনন্দ পাচ্ছিলেন সিনেমাটা দেখার সময়ে। অনেক দৃশ্যেই নিজে বসে বসে হাসছিলেন। আমার একবারের জন্যেও মনে হয়নি যে তাঁর একঘেয়ে লাগছে বা কিছু। অনির্বাণদার খুব প্রশংসা করে তিনি বলেছেন, ''এত দক্ষ অভিনেতার এত দক্ষ পরিচালনা বিশাল প্রশংসার দাবি রাখে।'' 'মন্দার'ও দেখেছেন তিনি। তা-ও জানালেন।''
advertisement
advertisement
সত্যমের কথায় জানা যায়, অনির্বাণ থাকতে পারেননি শ্যুটিং ছিল বলে। তাই সাউথ সিটির বিকেলের শো-তে চঞ্চলকে সঙ্গ দিয়েছিলেন ছবির নায়ক।
advertisement
২৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনির্বাণ পরিচালিত 'বল্লভপুরের রূপকথা'। বক্স অফিসের হিসেব বলছে, শুরু থেকেই রমরমিয়ে ব্যবসা করছে ছবিটি। শ্রীভেঙ্কটেশ প্রযোজিত এই হরর-কমেডিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সত্যম ভট্টাচার্য, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী এবং দেবরাজ ভট্টাচার্যের মতো অভিনেতা-অভিনেত্রীরা। আর তাঁদের উদ্দেশ্যই ছিল, যেন প্রত্যেকের অভিনয় দেখে মনে হয়, এতই সুতোয় গাঁথা। আর তা যে সফল, সে কথাই সত্যমকে জানিয়েছেন 'হাওয়া' অভিনেতা।
advertisement
চঞ্চলের কথায়, ''এরকং একটা ছবি সচরাচর দেখা যায় না। এরকম দৃশ্য বড় পর্দায় দেখা মানে বড় পাওনা। সত্যম আমার সঙ্গে ছিল। প্রত্যেকটা চরিত্রের অভিনয় দেখে আমি বড়ই আনন্জ পেয়েছি। আর অনির্বাণ তো দুর্দান্ত ছবি বানিয়েছে! বাঙালি দর্শকদের জন্য যা উপহার। ওপার বাংলার সকলের পক্ষ থেকে অনির্বাণকে শুভেচ্ছা।''
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 13, 2022 5:37 PM IST