Anirban Bhattacharya || Kili Paul: বং ক্রাশ অনির্বাণ ও আফ্রিকার তারকা কিলির যুগলবন্দি! দেখলে অবাক হবেন আপনিও
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
ইনস্টাগ্রামের অতন্ত্য পরিচিত মুখ আফ্রিকার কিলি পল। এর আগেও তিনি নানা ভারতীয় গানের পাশাপাশি বাংলা গানের সঙ্গে পা মিলিয়ে ভিডিও বানিয়েছেন স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর এবার তিনি 'আবার বিবাহ অভিযান'-এর গানে কোমর দোলালেন। মুহূর্তেই ভাইরাল হল ভিডিও।
কলকাতা: ইনস্টাগ্রামের অতন্ত্য পরিচিত মুখ আফ্রিকার কিলি পল। এর আগেও তিনি নানা ভারতীয় গানের পাশাপাশি বাংলা গানের সঙ্গে পা মিলিয়ে ভিডিও বানিয়েছেন স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর এবার তিনি ‘আবার বিবাহ অভিযান’-এর গানে কোমর দোলালেন। মুহূর্তেই ভাইরাল হল ভিডিও।
৫ মার্চ সব অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পায় ‘আবার বিবাহ অভিযান’-এর টিজার ও পোস্টার। ২২ এপ্রিল মুক্তি পেয়েছিল ট্রেলার। সামনের জামাই ষষ্ঠীতেই অর্থাৎ ২৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। আর এই ছবির টাইটেল ট্র্যাকে নেচে আবার সকলের নজর কাড়লেন কিলি। সোশ্যাল মিডিয়ার খুব পরিচিত মুখ কিলি। তাঁর ফলোয়ার সংখ্যাও অনেক। তাঁর নাচের জাদুতে মুগ্ধ হয়েছে সবাই। নানা সময় নানা ধরনের গানে নেচে সকলের মন জয় করে নিয়েছেনে কিলি। এর আগে তিনি ‘কাঁচা বাদাম’ গানেও তাল মিলিয়ে ছিলেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, ‘আবার বিবাহ অভিযান’ ছবির এই টাইটেল ট্র্যাকটি লিখেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। গেয়েছেনও তিনি সঙ্গে দেবরাজ ভট্টাচার্য। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। বাংলার ক্রাশ অনির্বাণের গাওয়া এই গানে নেচে এবার সবাইকে তাক লাগলেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিলি।
advertisement
এবারেও মুখ্য ভূমিকায় থাকছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, নুসরত ফারিয়া, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে থাকবেন সৌরভ দাসও। ২০১৯ সালে বিরশা দাশগুপ্ত পরিচালিত ‘বিবাহ অভিযান’-এ দেখা গিয়েছিল বউদের চোখে ধুলো দিয়ে পালিয়ে ছিল রজত আর অনুপম। ঘটনাচক্রে ওদের সঙ্গে দেখা হয়েছিল গণশার। শেষে আবার তারা ধরাও পড়ে গিয়েছিল বউদের হাতে।
advertisement
আর এবার ‘আবার বিবাহ অভিযান’-এর ট্রেলারে দেখা গিয়েছে গণশার বাবা নাকি তার জন্য ১০০ কোটি টাকা রেখে গিয়েছে। সেই কথা সে অনুপম ও রজতকে জানায়। সেই লোভেই তারা গণশা সঙ্গে থাইল্যান্ডে পাড়ি জমায়। কিন্তু এই টাকার জন্যই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। তিনমূর্তি আবার পড়ে বিয়ের ফাঁদে। আর সেই ফাঁদ থেকে স্বামীদের বাঁচাতেই বিদেশে পৌঁছে যায় মায়া, মালতী, রাই। আর তখনই বাঁধে কেলেঙ্কারি কাণ্ড।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 7:55 PM IST