Srijit Mukherji || Bengali Series: সৃজিতের পরিচালনায় আসছে নতুন ব্যোমকেশ! ব্যোমকেশের ভূমিকায় থাকছেন 'এই' অভিনেতা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
অন্যদিকে হইচই-এর জনপ্রিয় সিরিজ ব্যোমকেশে বহুদিন ধরে অনির্বাণ ভট্টাচার্য থেকেছেন নাম ভূমিকায়। এবার এই সিরিজের পরিচালনার দায়িত্বে থাকছেন সৃজিত মুখোপাধ্যায়।
কলকাতা: ব্যোমকেশ নিয়ে সরগরম টলি পাড়া। দেবের ব্যোমকেশ হওয়ার খবর প্রকাশ্যে আসা থেকেই শুরু হয়েছে নানা বিতর্ক। আর এখন একেবারে সম্মুখ সমর। ব্যোমকেশ নিয়ে টলিপাড়ার দুই প্রযোজনা সংস্থার টক্কর এখন তুঙ্গে। এ বার একেবারে সম্মুখ সমরে দুই প্রযোজনা সংস্থা। একই গল্পের উপর ভিত্তি করে, একই সময়ে মু্ক্তি করবে ব্যোমকেশ তবে ভিন্ন মাধ্যমে। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ব্যোমকেশ নিয়ে একে অপরকে মাঠ ছাড়তে নারাজ কেউ।
দেব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ অবলম্বনে আনছেন তাঁর ব্যোমকেশ। দেবের ব্যোমকেশ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই গুঞ্জন শোনা যায় সেখানে পরিচালক হিসেবে থাকবেন সৃজিত মুখোপাধ্যায়। কিন্তু পর দেখা যায় ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন বিরসা দাশগুপ্ত। ইতিমধ্যেই ব্যোমকেশ বেশে নিজের লুক প্রকাশ্যে এনেছেন দেব। তার ছবির অজিত হিসেবে অম্বরীশ ভট্টাচার্যের লুকও প্রকাশ পেয়েছে। সত্যবতীর চরিত্রে রুক্মিণী মৈত্রর লুক এখনও সামনে আসেনি।
advertisement
advertisement
অন্যদিকে হইচই-এর জনপ্রিয় সিরিজ ব্যোমকেশে বহুদিন ধরে অনির্বাণ ভট্টাচার্য থেকেছেন নাম ভূমিকায়। এবার এই সিরিজের পরিচালনার দায়িত্বে থাকছেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের সিরিজ়ে অজিত এবং সত্যবতীর চরিত্রে থাকবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং সোহিনী সরকার।
advertisement
অনির্বাণের বিপরীতে এতদিন সত্যবতীর চরিত্রে থেকেছেন ঋদ্ধিমা। তাঁর মা হওয়ার খবর প্রকাশ্যে আসার কারণে অভিনেত্রীকে এই সিজনে সত্যবতীর চরিত্রে দেখা যাবে না। তাঁর জায়গায় থাকছেন সোহিনী। এর আগেও সত্যবতীর চরিত্র তাঁকে দেখা গিয়েছে আবীর চট্টোপাধ্যায় এর বিপরীতে। সত্যবতী হিসেবে তার আগেই একটা ফ্যান বেস রয়েছে, সেই কথা ভেবেই এসভিএফ তাঁকেই এই চরিত্রে বেছে নিয়েছে।
advertisement
কলকাতায় দেব ইতিমধ্যেই ব্যোমকেশের শ্যুটিং শেষ করেছেন। শুরু হবে আউটডোর। ছবির ইউনিট চলতি সপ্তাহেই পাড়ি দেবে মধ্যপ্রদেশে। অন্যদিকে, সৃজিতের ব্যোমকেশ ইউনিট আউটডোর শ্যুটিং শুরু করে দিয়েছে উত্তরপ্রদেশে। চলতি মাসের শেষ থেকে রাজ্যের বিভিন্ন অংশে সিরিজ়ের কাজ হবে। তার পর বাকি কাজ হবে কলকাতায়।
advertisement
অগাস্ট মাসে সম্ভবত একই দিনে মুক্তি পাবে ছবি এবং সিরিজ়টি। একই গল্প নিয়ে দু’টো আলাদা কাজ তা নিয়ে আবার দানা বেঁধেছে বিতর্ক। অনেকের মতে, বড় পর্দা এবং ওটিটির দর্শক যেহেতু আলাদা, তাই কোনও সমস্যা হবে না। এখন দেখার পালা কোন ব্যোমকেশ জিতে নেয় দর্শকদের মন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2023 7:58 PM IST