Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার জমজমাট গায়ে হলুদ! খোশমেজাজে অনিল-টিনা, হাসিমুখে লেন্সবন্দি দম্পতি

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding: মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির বাসভবনেই গায়ে হলুদের আসর বসেছিল। পরিবারের আনন্দে সামিল হলেন মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি, তাঁর স্ত্রী টিনা আম্বানি এবং তাঁদের পুত্রবধূ ক্রিশা শাহ।

মুম্বই: সাতপাক ঘুরবেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। সোমবার ছিল তাঁদের গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানেও ছিল চাঁদের হাট। বিয়ের আগে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির বাসভবনেই গায়ে হলুদের আসর বসেছিল। পরিবারের আনন্দে সামিল হলেন মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি, তাঁর স্ত্রী টিনা আম্বানি এবং তাঁদের পুত্রবধূ ক্রিশা শাহ।
নেটমাধ্যমে একটি ভিডিওয় দেখা যাচ্ছে, অনিল এবং টিনা হলুদ মেখে হাসিমুখে অ্যান্টিলিয়া থেকে বেরচ্ছেন। অনিলের হাতে হাত রেখে লেন্সবন্দি টিনা। পাপারাৎজির জন্য পোজও দেন তাঁরা। ক্রিশা সাধারণত স্পটলাইট থেকে দূরে থাকেন। তবে শাশুড়ির আবদারে ক্যামেরার সামনে একটি পোজ দিয়েছিলেন।
advertisement
advertisement
সলমন খান, রণবীর সিং, সারা আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, অরি, রাহুল বৈদ্য, দিশা পারমার, উদিত নারায়ণ, এবং মানুষি চিল্লার-সহ বেশ কয়েকজন বলিউড তারকারাও গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
advertisement
আর কয়েক দিনের অপেক্ষা। তারপরেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অনন্ত এবং রাধিকা। ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁদের জমকালো বিয়ে অনুষ্ঠিত হবে। আপাতত নতুন অধ্যায় শুরুর অপেক্ষা তাঁরা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার জমজমাট গায়ে হলুদ! খোশমেজাজে অনিল-টিনা, হাসিমুখে লেন্সবন্দি দম্পতি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement