Anant Ambani-Radhika Merchant Pre Wedding: পোশাক জুড়ে সোনা আর সোয়ারভ্স্কি ক্রিস্টালের কারুকাজ! নজর কাড়লেন অনন্ত-রাধিকা

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Pre Wedding: নাচ-গান এবং চমকে ভরা ওই জমকালো অনুষ্ঠানের ড্রেস কোড ছিল ‘ইন্ডিয়ান রিগ্যাল গ্ল্যাম’। ফলে ভারতীয় পোশাকেই রাজকীয় রূপে ধরা দিয়েছিলেন অনন্ত-রাধিকা।

নিজেদের জমকালো সঙ্গীতের অনুষ্ঠানে সমস্ত নজর কেড়ে নিয়েছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। কাস্টম আবু জানি এবং সন্দীপ খোসলার ডিজাইন করা চোখধাঁধানো পোশাকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছেন হবু দম্পতি।
নাচ-গান এবং চমকে ভরা ওই জমকালো অনুষ্ঠানের ড্রেস কোড ছিল ‘ইন্ডিয়ান রিগ্যাল গ্ল্যাম’। ফলে ভারতীয় পোশাকেই রাজকীয় রূপে ধরা দিয়েছিলেন অনন্ত-রাধিকা। মুকেশ-পুত্রের স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন সেলিব্রিটি স্টাইলিস্ট শালীনা নাথানি। ওই অনুষ্ঠানের জন্য অনন্ত বেছে নিয়েছিলেন একটি ক্লাসিক বন্ধগলা। আর তাঁর গোটা পোশাক জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে সূক্ষ্ম সুতোর কাজ। আসলে অনন্তের মিডনাইট ব্লু রঙা বন্ধগলাটিতে ছিল সোনালি কারুকাজ। আর তার জন্য ব্যবহার করা হয়েছে জরি, কসাব এবং সিক্যুইন এম্ব্রয়ডারি। আর চমকপ্রদ বিষয় হল, দুর্ধর্ষ ওই বন্ধগলাটির আরও একটা অনন্য বৈশিষ্ট্য রয়েছে। আসলে জরি এম্ব্রয়ডারির জন্য তাতে ব্যবহার করা হয়েছে খাঁটি সোনা। নিজের সাজ সম্পূর্ণ করতে হবু বর অনন্ত বেছে নিয়েছিলেন একটি অ্যানিম্যাল মোটিফ ব্রোচ। এর মধ্যে দিয়ে বনতারার প্রতি তাঁর গভীর ভালবাসার প্রতিফলন ঘটেছে।
advertisement
অন্য দিকে, কম যান না হবু কনে রাধিকা মার্চেন্টও। আবু জানি এবং সন্দীপ খোসলার ডিজাইন করা জমকালো শিমারি লেহেঙ্গায় সৌন্দর্যের ছটা ছড়িয়ে দিয়েছেন। রাধিকার আউটফিটে ব্যবহার করা হয়েছে প্যাস্টেল রঙ এবং সেটা দেখতে অনেকটা ঝাড়বাতির মতো। অনন্তের হবু স্ত্রী-র এই লেহেঙ্গাটির সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না! ওই লেহেঙ্গার ক্রিস্টাল স্টেটমেন্ট ব্লাউজ এবং মাল্টি-প্যানেলড লেহেঙ্গা স্কার্ট জুড়ে খচিত ছিল সোয়ারভ্স্কি ক্রিস্টাল। আসলে প্যাস্টেল রঙের হালকা এই টিস্যু স্কার্টটি জুড়ে সোয়ারভ্স্কি ক্রিস্টাল হাতে বোনা হয়েছে। একটি সবুজ এম্বেলিশড দোপাট্টা নিয়ে নিজের সাজ সম্পূর্ণ করেছেন রাধিকা। আর তাঁর স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন সেলিব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট রিয়া কাপুর।
advertisement
advertisement
ওই সঙ্গীতে পাপারাৎজিদের ক্যামেরায় যখন হবু বর-কনে ধরা দেন, তখন তাঁরা দু’জনেই নক্ষত্রের মতো জ্বলজ্বল করছিলেন। অনুষ্ঠানে উপস্থিত পাপারাৎজিদের স্বাগতও জানিয়েছেন তাঁরা।
advertisement
অনন্ত-রাধিকার সঙ্গীতে যোগ দিয়েছিলেন বলিউডের নামীদামি তারকারা। উপস্থিত হয়েছিলেন সলমন খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধওয়ান, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, আদিত্য রয় কাপুর, মণীশ মালহোত্রা, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, সারা আলি খান, হার্দিক পাণ্ড্য, মহেন্দ্র সিং ধোনি, দিশা পাটানি, মৌনি রায়, পালক তিওয়ারি, আলিজেহ, শাহিদ কাপুর, মীরা কাপুর, আথিয়া শেঠি, কেএল রাহুল, অর্জুন কাপুর, বনি কাপুর, বেদাঙ্গ রায়না, বিধু বিনোদ চোপড়া, বিদ্যা বালান, অ্যাটলি, রীতেশ দেশমুখ এবং সানিয়া মালহোত্রা প্রমুখরা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant Pre Wedding: পোশাক জুড়ে সোনা আর সোয়ারভ্স্কি ক্রিস্টালের কারুকাজ! নজর কাড়লেন অনন্ত-রাধিকা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement