Anant Ambani and Radhika Merchant Wedding: রত্নখচিত লেহঙ্গায় উজ্জ্বল নীতা আম্বানি; অনন্ত-রাধিকার সঙ্গীতে তাক লাগালেন মুকেশ-পত্নী

Last Updated:

Anant Ambani and Radhika Merchant Pre-Wedding: একটি প্রাণবন্ত গোলাপি রঙা লেহেঙ্গা সেট যেন নীতার সৌন্দর্যে একটা আলাদা মাত্রা যোগ করেছিল। আর মুকেশ-পত্নীর লেহেঙ্গাটি ডিজাইন করেছেন ফাল্গুনী এবং শেন পিকক।

রত্নখচিত দুর্ধর্ষ লেহেঙ্গায় সৌন্দর্যের আভায় উজ্জ্বল নীতা; অনন্ত-রাধিকার সঙ্গীতে তাক লাগালেন মুকেশ-পত্নী
রত্নখচিত দুর্ধর্ষ লেহেঙ্গায় সৌন্দর্যের আভায় উজ্জ্বল নীতা; অনন্ত-রাধিকার সঙ্গীতে তাক লাগালেন মুকেশ-পত্নী
মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীতে মঞ্চ মাতিয়ে দিলেন নীতা মুকেশ আম্বানি। তাঁর সঙ্গে পা মিলিয়েছেন মুকেশ আম্বানিও। শুধু তা-ই নয়, তাঁদের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন বড় পুত্র আকাশ আম্বানি ও তাঁর স্ত্রী শ্লোকা আম্বানি, কন্যা ইশা আম্বানি ও তাঁর স্বামী আনন্দ পিরামল এবং ছোট পুত্র অনন্ত আম্বানি ও তাঁর হবু স্ত্রী রাধিকা মার্চেন্টও।
‘ওম শান্তি ওম’ ছবির ‘দিওয়ানগি দিওয়ানগি’ গানে রীতিমতো স্টাইলিশ ভঙ্গিতে মঞ্চে প্রবেশ করতে দেখা গিয়েছে নীতা আম্বানিকে। একটি প্রাণবন্ত গোলাপি রঙা লেহেঙ্গা সেট যেন নীতার সৌন্দর্যে একটা আলাদা মাত্রা যোগ করেছিল। আর মুকেশ-পত্নীর লেহেঙ্গাটি ডিজাইন করেছেন ফাল্গুনী এবং শেন পিকক। রাজকীয় ওই লেহেঙ্গাটির মূল আকর্ষণ ছিল এম্বেলিশড লেহেঙ্গা স্কার্টটি। আসলে স্কার্টটি রত্ন খচিত ছিল।
advertisement
advertisement
advertisement
এমনিতে বরাবরই ভারতীয় কারুশিল্পের পৃষ্ঠপোষক নীতা আম্বানি। আর তাই সব সময় নিজের স্টাইল স্টেটমেন্টের মধ্যে স্থান দিয়ে থাকেন। আর ফাল্গুনী শেন পিককের এই লেহেঙ্গাটি বিয়ের মরশুমের জন্য একেবারে উপযুক্ত।
লেহেঙ্গা স্কার্টটির কথা তো না হয় গেল! কিন্তু এর গোলাপি রঙের দোপাট্টাটিরও সৌন্দর্য অতুলনীয়। গোটা দোপাট্টা জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁত এবং সূক্ষ্ম সুতোর কাজ। আর ড্রেপিংয়ের কায়দাটাও বড় তাক লাগানো! কারণ নীতার দোপাট্টাটি এমন ভাবে ড্রেপ করা হয়েছে, যেন মনে হচ্ছিল, সেটি একটি শাড়ির আঁচল। এই গোলাপি লেহেঙ্গার সঙ্গে নীতা আম্বানি বেছে নিয়েছিলেন ঝলমলে হিরের গয়না। এর মধ্যে ছিল একটি সূক্ষ্ম কাজের নেকলেস, মাথা পট্টি এবং ব্যাঙ্গেলস। আর এই সাজের সঙ্গে নীতার ভারতীয় নৃত্যশৈলীর প্রদর্শন যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে!
advertisement
স্বল্প অথচ নিখুঁত রূপটানে নিজেকে সাজিয়ে তুলেছিলেন নীতা আম্বানি। আর তাঁর মেক-আপের দায়িত্বে ছিলেন সেলিব্রিটি মেক-আপ শিল্পী মিকি কন্ট্র্যাক্টর। আর মুকেশ-ঘরণীর কেশসজ্জার দায়িত্বে ছিলেন হেয়ার স্টাইলিস্ট রীতিকা কদম। আর নীতা আম্বানির এই সাজগোজের ছবি ক্যামেরাবন্দি করেছেন জনপ্রিয় ফটোগ্রাফার যতীন কম্পানি। তবে নীতার পাশাপাশি তাঁর কন্যা ইশার লেহেঙ্গা স্কার্টটিও ডিজাইন করেছেন ফাল্গুনী শেন পিকক। ফলে মা-মেয়ের লেহেঙ্গায় ফুটে উঠেছে একই প্যাটার্নের ডিজাইন।
advertisement
অনন্ত এবং রাধিকার বিয়ের সঙ্গীতে বসেছিল তারাদের হাট। অনুষ্ঠান মঞ্চ নাচে গানে মাতিয়ে দিয়েছিলেন রণবীর সিং, রণবীর কাপুর, সলমন খান এবং আলিয়া ভাটের মতো বলিউড তারকারা। ওই অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী জাস্টিন বিবারের পারফরম্যান্স।
নক্ষত্রখচিত এই অনুষ্ঠানের থিম ছিল ‘সেলিব্রেশন অফ হার্টস’। যার অর্থ হল হৃদয়ের উদযাপন। নাচ, গান আর চমকে ভরে উঠেছিল আনন্দ-সন্ধ্যা। মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে আয়োজিত হয়েছিল রাধিকা-অনন্তের সঙ্গীত। সেখানে উপস্থিত হয়েছিলেন সলমন খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধওয়ান, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, আদিত্য রয় কাপুর, মণীশ মালহোত্রা, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, সারা আলি খান, হার্দিক পাণ্ড্য, মহেন্দ্র সিং ধোনি, দিশা পাটানি, মৌনি রায়, পালক তিওয়ারি, আলিজেহ, শাহিদ কাপুর, মীরা কাপুর, আথিয়া শেঠি, কেএল রাহুল, অর্জুন কাপুর, বনি কাপুর, ভেদাঙ্গ রায়না, বিধু বিনোদ চোপড়া, বিদ্যা বালান, অ্যাটলি, রীতেশ দেশমুখ এবং সানিয়া মালহোত্রাদের মতো তারকারা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani and Radhika Merchant Wedding: রত্নখচিত লেহঙ্গায় উজ্জ্বল নীতা আম্বানি; অনন্ত-রাধিকার সঙ্গীতে তাক লাগালেন মুকেশ-পত্নী
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement