অক্সিজেন সাপোর্টে অনীক, পরিচালকের শারীরিক অবস্থা কেমন, জানুন আপডেট

Last Updated:

হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছিল অনীকের। তিনি সিওপিডি-তে (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) আক্রান্ত। আাপাতত তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

#কলকাতা: অসুস্থ পরিচালক অনীক দত্ত। কলকাতার বেসরকারি এক হাসপাতালে ভর্তি তিনি। জানা যায়, বেশ কিছুদিন ধরে ফুসফুসে সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার খুব বেশি অসুস্থতা বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছিল অনীকের। তিনি সিওপিডি-তে (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) আক্রান্ত। আাপাতত তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। আইটিইউ-তে সর্বদা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকছেন ৬২-র পরিচালক। আপাতত স্থিতিশীল অবস্থায় আছেন তিনি। তাঁর বেশ কিছু টেস্ট করানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
advertisement
advertisement
জানা গিয়েছে, অতিরিক্ত ধূমপানের কারণে অনীকের সিওপিডি-র সমস্যা বেড়ে যায়। পরিচালককে একাধিক বার চিকিৎসা করানোর পরামর্শও দিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তবে তাতে নারাজ ছিলেন অনীক। শ্যুটের ব্যস্ততার জন্য তিনি চিকিৎসার সময়ও পাচ্ছিলেন না। তবে শীত পড়ায় তাঁর সিওপিডি-র সমস্যা আরও বাড়তে থাকে। এর পরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অক্সিজেন সাপোর্টে অনীক, পরিচালকের শারীরিক অবস্থা কেমন, জানুন আপডেট
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement