Anant Ambani-Radhika Merchant Wedding: আম্বানিদের আতিথেয়তায় মুগ্ধ কিয়ারা, নবদম্পতি অনন্ত-রাধিকাকে রাশি রাশি শুভেচ্ছা বলি নায়িকার
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Anant Ambani-Radhika Merchant Wedding: গত ১২ জুলাই অর্থাৎ শুক্রবার মুম্বইয়ে ধুমধাম করে সম্পন্ন হয়েছে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের শুভ বিবাহ।
মুম্বইঃ গত ১২ জুলাই অর্থাৎ শুক্রবার মুম্বইয়ে ধুমধাম করে সম্পন্ন হয়েছে মুকেশ আম্বানি ও নীতা আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের শুভ বিবাহ। শনিবার, আম্বানি পরিবার মুম্বইয়ের বিকেসি-তে শুভ আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন কুল এমএস ধোনি ও তার স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভা, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্রা, অমিতাভ বচ্চন ও নাতনি নভ্যা নন্দা ও জামাই নিখিল নন্দা, সুনীল শেঠি, আথিয়া শেঠি, কেএল রাহুল, রণবীর কাপুর, জাহ্নবী কাপুর প্রমুখ।
আরও পড়ুনঃ বিদায় বেলায় চোখে জল অনন্তর স্ত্রী রাধিকার, রাজকীয় বিয়ের আবেগঘন বিরল মুহূর্ত নেটদুনিয়ায় ভাইরাল
অভিনেত্রী কিয়ারা আডবাণী, ইনস্টাগ্রামে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সুখী বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের একটি সুন্দর ছবি শেয়ার করে লিখেছেন, “আমার প্রিয় অনন্ত এবং রাধিকা, তোমাদের জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আন্তরিক অভিনন্দন। তোমাদের উভয়কে আজীবন ভালবাসা, সুখ এবং একসঙ্গে থাকার শুভেচ্ছা জানাই।’
advertisement
advertisement
তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ নীতা আন্টি, মুকেশ আঙ্কেল @mamamagish @anandpiramal @shloka11 @aambanil সবচেয়ে ভাল হোস্ট হওয়ার জন্য এবং আমরা সকলে পরিবারের মতো অনুভব করেছি।’ বিয়েতে কিয়ারা ঐতিহ্যবাহী গুজরাটি পোশাকে সেজেছিল, যা সুন্দরভাবে ক্লাসিক ভারতীয় কারুশিল্পকে প্রদর্শন করেছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2024 3:30 PM IST