রাজনৈতিক নেতাদের উপর স্টিং অপারেশন নায়িকার, সাংবাদিকদের গল্পে অনামিকা-বিশ্বজিৎ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
অপরাধের দুনিয়া, রাজনৈতিক নেতাদের কুকীর্তি, সব তুলে ধরবে 'ফিরে আয়'। দুই বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রী ছাড়াও রয়েছেন আরও শিল্পী। ঋষ বিশ্বাস, বোধিসত্ত্ব মজুমদার, সোমা চট্টোপাধ্যায়, ঋদ্ধি মজুমদার, শম্পা দাস, বিপ্লব প্রমুখ।
#কলকাতা: সাংবাদিকদের গল্পে এবার অনামিকা সাহা এবং বিশ্বজিৎ চক্রবর্তী। অপরাধের দুনিয়া, রাজনৈতিক নেতাদের কুকীর্তি, সব তুলে ধরবে 'ফিরে আয়'। দুই বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রী ছাড়াও রয়েছেন আরও শিল্পী। ঋষ বিশ্বাস, বোধিসত্ত্ব মজুমদার, সোমা চট্টোপাধ্যায়, ঋদ্ধি মজুমদার, শম্পা দাস, বিপ্লব প্রমুখ।
অমিত দাশগুপ্ত ওরফে কে২ পরিচালিত 'ফিরে আয়' ছবিতে প্রেম, বন্ধুত্বের গল্পের মাঝেই সমাজের অন্ধকার দিক তুলে ধরা হবে। প্রযোজনার দায়িত্বে পায়েল মজুমদার। কোরিয়োগ্রাফি করেছেন আলোলিকা সরকার। ছবিতে সুর দিয়েছেন ঋষ এবং সিমরন। 'ফিরে আয়' মুক্তি পাচ্ছে আগামী ২ ডিসেম্বর।
advertisement
advertisement
ছবির বিষয়ে নায়ক ঋষ বললেন, ''এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে গিয়ে কিছু কিংবদন্তি শিল্পীর সান্নিধ্য পেয়েছি। বিশ্বজিৎ চক্রবর্তী, সোমা চট্টোপাধ্যায়, বোধিসত্ত্ব মজুমদারের মতো অভিনেতা-অভিনেত্রীর থেকে যে কত কী শিখেছি, তার হিসেব নেই।''
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2022 11:57 PM IST