Saif-Amrita: নায়িকাদের সঙ্গে অভিনয় করা নিয়ে অশান্তি, সইফের মাথায় ফ্রাইয়িং প্যান ভাঙেন অমৃতা?

Last Updated:

Saif-Amrita: অমৃতা আরও জানান, তিনি নিজের মধ্যে থাকতে পছন্দ করেন। যার জন্য কেউ তাঁর সঙ্গে কথা বলার আগে দু'বার ভাবে। বরং সইফের সঙ্গে বিয়ে হওয়ার পরেই নাকি অনেক শান্ত এবং নমনীয় হয়েছেন অমৃতা। নিজেকে 'বহেনজী' বলেও আখ্যা দেন অভিনেত্রী।

#মুম্বই: ১৯৯১ থেকে ২০০৪ সাল। ১৩ বছরের দাম্পত্য সুখকর ছিল না সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের। তাঁদের বিবাহ বিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে তাঁদের কন্যা সারা আলি খান এখন বলেন, "খুব ভাল সিদ্ধান্ত নিয়েছিলেন মা বাবা। কারণ তাঁরা একসঙ্গে সুখী ছিলেন না।" সারা আর তাঁর ভাই ইব্রাহিম আলি খান মায়ের সঙ্গেই থাকেন। বাবার সঙ্গে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করেন।
সইফ এবং অমৃতার দাম্পত্যকলহের কিছু উদাহরণ নিজেই দিয়েছিলেন অভিনেত্রী। তৎকালীন দম্পতি এক বার অভিনেত্রী সিমি গরেওয়ালের চ্যাট শো-তে অতিথি হিসেনে উপস্থিত হয়েছিলেন। সেখানে অমৃতাকে প্রশ্ন করা হয়, সইফ অন্যান্য নায়িকাদের সঙ্গে অভিনয় করতেন বলে কি নিরাপত্তাহীনতায় ভোগেন অমৃতা? অকপটে জবাব দেন সইফের প্রাক্তন স্ত্রী, "যদি বলি না, তা হলে মিথ্যে বলা হবে। মহিলারা যে ভাবে নিরাপত্তাহীনতায় ভোগে, আমিও ভুগি। এমনকি সে নিয়ে আমাদের মধ্যে অশান্তিও হয়। আমি চিৎকার করি, কান্নাকাটি করি। কখনও কখনও মনে হয়, সইফের মাথায় ফ্রাইয়িং প্যান ভাঙি।" সইফ তৎক্ষণাৎ বলেন, "আমার মাথা ফাটিয়েছে ও।" এ কথা স্পষ্ট নয়, সইফ তখন রসিকতা করেছিলেন কিনা।
advertisement
advertisement
অমৃতা আরও জানান, তিনি নিজের মধ্যে থাকতে পছন্দ করেন। যার জন্য কেউ তাঁর সঙ্গে কথা বলার আগে দু'বার ভাবে। বরং সইফের সঙ্গে বিয়ে হওয়ার পরেই নাকি অনেক শান্ত এবং নমনীয় হয়েছেন অমৃতা। নিজেকে 'বহেনজী' বলেও আখ্যা দেন অভিনেত্রী।
advertisement
অত্যন্ত তিক্ততার সঙ্গে দু'জনের বিভছেদ হয়। প্রকাশ্যে বিবাদও ঘটে তাঁদের। তার পরেই বেশ কয়েক বছর প্রেম করে ২০১২ সালে করিনা কপূরযে বিয়ে করেন সইফ। এখন তাঁদের দু'টি পুত্রসন্তান হয়েছে। তৈমুর আলি খান এবং জাহাঙ্গির আলি খান।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saif-Amrita: নায়িকাদের সঙ্গে অভিনয় করা নিয়ে অশান্তি, সইফের মাথায় ফ্রাইয়িং প্যান ভাঙেন অমৃতা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement