Nawazuddin Siddiqui: নওয়াজউদ্দিনকে নিজের বাড়িতে ঢুকতে দিতেন না বলি তারকার বাবা!

Last Updated:

Nawazuddin Siddiqui: রসায়ন নিয়ে স্নাতক পাশ করার পর পেট্রোকেমিক্যাল সংস্থায় কাজ করা শুরু করেছিলেন নওয়াজ। সুরক্ষিত চাকরি জীবন, মাসের শুরুতে মাইনে, সব ছেড়ে হঠাৎই অভিনয়ের দিকে মন ছুটল।

#মুম্বই: ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের দক্ষতায় পাকা জমি তৈরি করে ফেলেছেন তিনি। ছিল না গডফাদার। ছিল না টাকার ক্ষমতা। ছিল কেবল প্রতিভা। আর ছিল পরিশ্রম করার ক্ষমতা। এই মুহূর্তে অন্যতম সেরা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বৈদেশে যার অভিনয় প্রশংসিত। 'সেক্রেড গেমস' ওয়েব সিরিজ গণেশ গাইতোন্ডের মতো ক্রূর চরিত্র হোক বা 'বজরঙ্গি ভাইজান'-এ চাঁদ নবাবের চটুল চরিত্র, দু’ মিনিটের ভূমিকা হোক বা ৯০ মিনিটের, নওয়াজউদ্দিন সবেতেই সাবলীল। প্রতিটি চরিত্রে নিজেকে ঢেলে দেওয়ার এবং চরিত্রটির মধ্যে মিশে যাওয়ার ক্ষমতা রাখেন নওয়াজউদ্দিন। জীবন যুদ্ধে বেপরোয়া মনোভাবের কারণে কোনও অবস্থাতেই তিনি কখনও হাল ছাড়েননি, যার ফলস্বরূপ দেরিতে হলেও সাফল্য পেয়েছেন।
রসায়ন নিয়ে স্নাতক পাশ করার পর পেট্রোকেমিক্যাল সংস্থায় কাজ করা শুরু করেছিলেন নওয়াজ। সুরক্ষিত চাকরি জীবন, মাসের শুরুতে মাইনে, সব ছেড়ে হঠাৎই অভিনয়ের দিকে মন ছুটল। সব ছেড়ে চলে গেলেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে মঞ্চাভিনয় শিখতে। কিন্তু মায়ানগরীর প্রতিযোগিতায় মিশে গেলেন তিনি। 'শূল', 'সরফারোশ', 'নিউইয়র্ক'- এর মতো বড় বড় ছবিতে ছোট ছোট চরিত্রে দেখা যেত তাঁকে। ছিল না রোজগার। কিন্তু আশা ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যাননি। যদিও যাওয়ার উপায়ও ছিল না।
advertisement
advertisement
অভিনেতার বাবা ছেলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। এত কষ্ট করে মুম্বইয়ে প্রযোজকদের দরজায় দরজায় ঘুরতে হত ছেলেকে, তাই এই অভিনয়ের পেশায় সম্মতি দেননি। তাই ছেলেকে নিজের বাড়ি ঢুকতে দিতেন না নওয়াজউদ্দিনের বাবা।
advertisement
কিন্তু তার পর খেলা ঘুরল। নওয়াজ এক মিনিটের চরিত্র থেকে ক্রমশ মূল চরিত্র বাগিয়ে নিতে শুরু করলেন৷ এখন আর তাঁকে কে থামায়। অভিনয় পেশায় টাকা উপার্জন করে প্রাসাদসম বাড়িও বানিয়ে ফেলেছেন তিনি। বলিউডে এখন তিনি অপরিহার্য অভিনেতা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nawazuddin Siddiqui: নওয়াজউদ্দিনকে নিজের বাড়িতে ঢুকতে দিতেন না বলি তারকার বাবা!
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement