Padma Setu: পদ্মা সেতুতে অভিনেত্রী শিরিন! কেক কেটে করলেন উদযাপন! সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Padma Setu: পদ্মা সেতুতে বাংলাদেশী অভিনেত্রী শিরিন! "এঁদের জন্য আইন কই?" প্রশ্ন নেটিজেনদের। শুরু নিন্দা।
এ যেন এক অবিশ্বাস্য স্বপ্নপূরণ। যার আরেক নাম পদ্মা সেতু। বাংলাদেশের মানুষের শুধু নয় গোটা বিশ্বের কাছেই পদ্মা সেতু এক ইতিহাসের স্মারক হয়ে উঠেছে। আর সেই ইতিহাসকে স্বচক্ষে দেখতে আর এই স্বপ্নকে ছুঁয়ে দেখার স্বাদ এপার ও ওপার বাংলার আপামর বাঙালির অন্তরে যে ইতিমধ্যেই উঁকি দিতে শুরু করেছে সে কথা বলাই বাহুল্য। দুই বাংলার সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই উচ্ছ্বসিত আজ। তাই সুযোগ পেলেই ছুটছেন স্বপ্ন ছুঁতে।
advertisement
advertisement
advertisement
advertisement
ছোটবেলার স্মৃতি স্মরণ করেন অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan)। তাঁর কথায়, “পদ্মা যেন প্রায় সমুদ্র। একেবারে ছোটবেলায় তো আর সমুদ্র দেখিনি। গোপালগঞ্জে দাদার বাড়ি যাওয়ার সময় পাড়ি দিতে হত পদ্মা নদী। পাড়ি দিয়ে চলে যেতাম। কিন্তু মনের মধ্যে প্রবল হয়ে জেগে থাকত তার অক্ষয় রূপ। কারণ গ্রামের বাড়ি যাওয়ার পথে পদ্মাপার হওয়াটাই যেন আসল ঘটনা।”
advertisement
প্রসঙ্গত রবিবার ভোর থেকে বহু প্রত্যাশার এই সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। পদ্মা সেতু এখন বাংলাদেশের মানুষের কাছে যেন অবশ্য গন্তব্য হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র ঘোরার জন্য পদ্মা সেতুতে ওঠা, ছবি-সেলফি তোলা, সময় কাটানো বাদ থাকছে না কিছুই। ইতিমধ্যেই ছবি, সেলফি তুলতে গিয়ে পদ্মা সেতুতে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই এবার আরও সতর্ক প্রশাসন।
advertisement
advertisement