আঘাত সারেনি, তবু শ্যুটিংয়ে মশগুল বিগ বি
Last Updated:
দু’দিন আগেই ট্যুইট করে নিজের চোটের কথা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন ৷ বলিউডের ‘অ্যাংরি ইয়াং ম্যান’-এর স্বাস্থ্যের কথা ভেবে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল সব মহলে ৷ মুহূর্তে ট্যুইটার অ্যাকাউন্ট ছাপিয়ে গিয়েছিল উদ্বিগ্ন শুভানুধ্যায়ীদের ট্যুইটে ৷ সবাইকে আশ্বস্ত করে ট্যুইটেই জানিয়েছিলেন যে, ভালো আছেন ৷ এদিন সিটি স্ক্যান করে ফেরার পর বিগ বি জানান, ‘পাঁজরে চোট আছে এখনও ৷ সারতে সময় লাগবে, তবে আর সবই ঠিকঠাক ৷’
#কলকাতা: দু’দিন আগেই ট্যুইট করে নিজের চোটের কথা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন ৷ বলিউডের ‘অ্যাংরি ইয়াং ম্যান’-এর স্বাস্থ্যের কথা ভেবে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল সব মহলে ৷ মুহূর্তে ট্যুইটার অ্যাকাউন্ট ছাপিয়ে গিয়েছিল উদ্বিগ্ন শুভানুধ্যায়ীদের ট্যুইটে ৷ সবাইকে আশ্বস্ত করে ট্যুইটেই জানিয়েছিলেন যে, ভালো আছেন ৷ এদিন সিটি স্ক্যান করে ফেরার পর বিগ বি জানান, ‘পাঁজরে চোট আছে এখনও ৷ সারতে সময় লাগবে, তবে আর সবই ঠিকঠাক ৷’
শনিবার কলকাতায় আঘাত নিয়েও ‘তিন’ এর শ্যুটিংয়ে ব্যস্ত বিগ বি ৷ চোটের জন্য থেমে থাকতে নারাজ ৭৩ বছরের এই যুবক ৷ দু’দিন আগে ‘তিন’ ছবির শ্যুটিংয়ের সময় আহত হন অমিতাভ বচ্চন ৷ নোনাপুকুর ট্রাম ডিপোয় শ্যুটিং করার সময় লোহার খোঁচায় পাঁজরে আঘাত লাগে তাঁর ৷ ঋভু দাশগুপ্ত-র পরিচালনায় ‘তিন’-এ বিগ বি ছাড়াও নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং বিদ্যা বালন ৷
advertisement
Amitabh 2106 - Ok on the rib front .. just back from CT Scan, rib is damaged .. will take time to heal, all else well. pic.twitter.com/rS4TVQMSq2
— Amitabh Bachchan (@SrBachchan) January 8, 2016advertisement
T 2106 - No worries .. no issues ... just .. !! back to Kolkata tomorrow and 'TE3N' shoot .. life is continuous !!! pic.twitter.com/bJENRgTQgW
— Amitabh Bachchan (@SrBachchan) January 8, 2016
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 09, 2016 2:03 PM IST

